Kolaghat Road Condition: কোলাঘাটের রাস্তা বেহাল

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নারায়ন পাকুড়িয়া মুড়াইল থেকে ধুলিয়াপুর পর্যন্ত যাওয়ার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা। বেশ কয়েক বার রাস্তার জন্য আবেদন নিবেদন করেও কোন ফলপ্রসু হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে লিখিত আবেদন করা হয়। ব্লক থেকে শুরু করে জেলায় তাতেও কর্ণপাত করেনি প্রশাসন।

Kolaghat Road Condition: কোলাঘাটের রাস্তা বেহাল
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 7:50 PM

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের নারায়ন পাকুড়িয়া মুড়াইল থেকে ধুলিয়াপুর পর্যন্ত যাওয়ার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা। বেশ কয়েক বার রাস্তার জন্য আবেদন নিবেদন করেও কোন ফলপ্রসু হয়নি। পঞ্চায়েত নির্বাচনের আগে লিখিত আবেদন করা হয়। ব্লক থেকে শুরু করে জেলায় তাতেও কর্ণপাত করেনি প্রশাসন। যেমনের রাস্তা তেমনি রয়েছে। পাঁশকুড়া স্টেশনের পরের স্টেশন নারায়ন পাকুরিয়া মুরাইল। স্টেশন থেকে নেমে বহু মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন এমনকি মেশিনভ্যান, মারতি, সাইকেল , মোটরবাইক সহ বিভিন্ন যানবাহন যাতায়াত করে ওই রাস্তা দিয়ে। কেউ কাজের সূত্রে কেউবা ব্যবসায়িক সূত্রে ওই রাস্তা দিয়েই যেতে হয় তাদের। কিন্তু রাস্তার এমন বেহাল অবস্থা যেন পথ চলার অযোগ্য। তার পাশাপাশি স্টেশনের কাছে রেলপুলের নিচ দিয়ে মানুষদের যাতায়াত করতে হয়। কিন্তু বর্ষা নামলেই হাঁটু সমান জল জমে যায়। সেখানে যার ফলে জল পেরিয়েই যাতায়াত করতে হয়। অথবা জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে সমস্ত মানুষজনদের। কবে হবে এর সুরাহা তা জানে না স্থানীয় মানুষজন। দিনের পর দিন এই দুর্ভোগ পোয়াতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। না রেল না স্থানীয় প্রশাসন কারোরই পদক্ষেপের দেখা মেলেনি এখনো।

Follow Us: