Weather Update: ভয়ঙ্কর রূপ দিঘার
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ৪ অক্টোবর বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি চলবে সব জায়গায়।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের জেরে ৪ অক্টোবর বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি চলবে সব জায়গায়। শনিবার সকাল পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ছিল।
পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার রাতেই সেটি উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে স্থলভূমিতে ঢুকবে। এদিন নিম্নচাপটি যতই উপকূলের দিকে অগ্রসর হয়েছে উপকূলবর্তী এলাকা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির মাত্রা ততই বাড়বে। কলকাতা সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায়। সেই মতনই গতকাল রাত্রি থেকেই উপকূলের জেলা পূর্ব মেদিনীপুরে শুরু হয়েছে বৃষ্টি। রাতে মাঝারি ধরনের বৃষ্টি হলেই সকাল থেকে শুরু হয় মুসল ধারায় বৃষ্টিপাত।
জেলা প্রশাসন এই বৃষ্টিপাত নিয়ে বিশেষ ভাবে সংশ্লিষ্ট ২৫টি ব্লক প্রশাসন কেই সজাগ থাকার বার্তা দিয়েছে। দিঘায় চলছে প্রবল জলোচ্ছাস। কখনো আকাশ পরিষ্কার আবার কখনো ঘন কালো মেঘেরছটায় আকাশ ঢেকেছে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সচেতন করেছে দিঘা পুলিশ।

