সেনাবাহিনীর হাতে আটক বাদশা মৈত্র, কেন জানতে দেখুন ভিডিয়ো
মুর্শিদাবাদের ছেলে বাদশা ছোটবেলায় বুদ্ধদেব গুহর লেখা পড়ে বন জঙ্গল এবং বন্যপ্রাণের প্রতি আকৃষ্ট হন।
অভিনেতা বাদশা মৈত্র বিশ্বাস করেন ফটোগ্রাফি হল আসলে যা দেখছি, তা নয়। ফটোগ্রাফি হল আমি আসলে যা দেখতে চাইছি, সেটাকে ক্যামেরার প্রযুক্তির মাধ্যমে তুলে আনা। মুর্শিদাবাদের ছেলে বাদশা ছোটবেলায় বুদ্ধদেব গুহর লেখা পড়ে বন জঙ্গল এবং বন্যপ্রাণের প্রতি আকৃষ্ট হন। তখন তাঁর জীবনে ‘হিরো’ ছিল জঙ্গলের রেঞ্জার, ফরেস্টার আর বিট অফিসাররা। বাদশা ভাবতেন বড় হয়ে বন বিভাগেই চাকরি করবেন কেবলমাত্র জঙ্গলে সারাক্ষণ কাটানোর লোভে। তাঁর জীবনের যাত্রাপথ অন্য দিকে বেঁকে গিয়েছে। তবুও পেশাদার অভিনেতা বাদশা নিয়ম করে পেশাদার ফটোগ্রাফারের মতই জঙ্গল জীবনযাপন করেন। তাঁর কাছে বন বিহার বিলাসিতা নয়। আরামের জীবন ফেলে কৃচ্ছসাধন আর জঙ্গলের পরিবেশে একাত্ম হওয়া তাঁর কাছে রিচার্জ হওয়ার একটা প্রক্রিয়া। আর এই করতে গিয়ে একবার ভারত-চিন সীমান্তে সেনাবাহিনীর হাতেও ধরা পড়েন বাদশা।
Latest Videos