North 24 Pgs News: এবার সরকারি পাইপও চুরি!
উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার পাঁচপোতা গ্রামে সরকারি জল প্রকল্পের কাজ চলছে সেখান থেকেই ট্রাক নিয়ে এসে রাস্তার পাশে পড়ে থাকা পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে আন্তরজ্য পাইপ পাচারকারীরা । বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পাঁচপোতা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে । ট্রাকসহ তিন পাচারকারীকে আটক করে ট্রাকের মধ্যে থেকে ২৭ টি পাইপ উদ্ধার করেছে পুলিশ ।
উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকার পাঁচপোতা গ্রামে সরকারি জল প্রকল্পের কাজ চলছে সেখান থেকেই ট্রাক নিয়ে এসে রাস্তার পাশে পড়ে থাকা পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে আন্তরজ্য পাইপ পাচারকারীরা । বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে পাঁচপোতা এলাকা থেকে হাতেনাতে ধরে ফেলে । ট্রাকসহ তিন পাচারকারীকে আটক করে ট্রাকের মধ্যে থেকে ২৭ টি পাইপ উদ্ধার করেছে পুলিশ । ২৭ টি পাইপের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকারও বেশি । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, তারা আন্তরাজ্য পাইপ পাচারের সঙ্গে যুক্ত । ধৃতদের নাম আসারুল , আনিসুর রহমান , রাকেশ সাহানি । ধৃতদের আজ বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়ে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে বাগদা থানার পুলিশ ।
Latest Videos