Geetapath: বাগেশ্বর বাবা পাঠ করলেন গীতা, শুনুন…
আজ তিনি বলেন, "প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।" আজ হুমায়ুন কবীরকেও আক্রমণ করেন এই বাগেশ্বর বাবা। তিনি বলেন, "যাঁরা এক সময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাঁদের নামাঙ্কিত এই দেশে কি কোনও কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে এটা বাবরের দেশ নয় রঘুবরের দেশ।"
আজ ব্রিগেডে উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের প্রধান পুরোহিত বাগেশ্বর বাবা। তাঁর নাম ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, তবে তিনি পরিচিতি বাগেশ্বর ধাম সরকার বলে। আজ তিনি বলেন, “প্রদেশ যখন এক হয়, তখন দেশ তৈরি হয়। তাই বাংলার হিন্দুদের উদ্দেশে আমার বার্তা, আপনারা যখন এক হবেন তখনই ভারত হিন্দু রাষ্ট্রে পরিণত হবে।” আজ হুমায়ুন কবীরকেও আক্রমণ করেন এই বাগেশ্বর বাবা। তিনি বলেন, “যাঁরা এক সময় ভারতে আক্রমণ চালিয়েছিল, তাঁদের নামাঙ্কিত এই দেশে কি কোনও কিছু তৈরি করা উচিত? আমাদের মাথায় রাখতে হবে এটা বাবরের দেশ নয় রঘুবরের দেশ।“

