Baichung Bhutia: রাজনীতিতে ‘হ্যাটট্রিক’বাইচুংয়ের, সিকিম থেকে এক্সক্লুসিভ
Baichung Bhutia In Politics: ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন অনেক। এবার রাজনীতির কেরিয়ারেও 'হ্যাটট্রিক'। তৃণমূল কংগ্রেস থেকে নিজের দল হামরো সিকিম। আবার এখন নতুন দলের সঙ্গে জোট। রাজনীতি নিয়ে এক্সক্লুসিভলি মুখোমুখি বাইচুং ভুটিয়া
EXCLUSIVE রাহুল সাধুখাঁ
খবরের শিরোনামে বাইচুং ভুটিয়া সিকিমের ফুটবল আইকন। বাইচুং ভুটিয়ার দলবদলের হ্যাট্রিক। টিভি নাইন বাংলা ডিজিটালের প্রতিনিধি রাহুল সাধুখাঁ সিকিমের রাবাংলায় কথা বললেন পাহাড়ি বিছের সঙ্গে। দেখুন সেই একান্ত সাক্ষাৎকার।
কী কী বললেন বাইচুং ভুটিয়া?
প্রঃ আইএসএল দেখছেন?
বাইচুংঃ আমি আইএসএল ফলো করতে পারি না। অন্য কাজে এত ব্যস্ত। মোহনবাগান বা ইস্টবেঙ্গলের খেলার খবর রাখি মাঝে মাঝে। ওঁদের নিশ্চয়ই চান্স আছে।
প্রঃ পবন চামলিং এর বিরোধিতা করে আবার তাঁর দলেই কেন?
বাইচুংঃ হ্যাঁ আমি আগে পবন চামলিংয়ের বিরোধিতা করতাম। ২০১৯য়ে আমি বিরোধী ছিলাম। কিন্তু গত ৫ বছর সিকিমে নতুন সরকার যে এসেছে, তা এই রাজ্যকে নষ্ট করে দিয়েছে। আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। প্রশাসন রাজ্যকে অনেক পিছিয়ে দিয়েছে।
২০১৪ সালে আমি সিকিমে আসি। এখানে ফুটবল দল করি। আমি তখনই পুরোপুরি সিকিমে শিফট করি। রাজনীতি করতে গেলে স্থানীয় মানুষজনের সঙ্গে, প্রান্তিক মানুষজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হয়। আমি যেহেতু বাংলায় ছিলাম না, তা সেখানকার মানুষদের সঙ্গে যোগাযোগ কমতে থাকে। আমি বুঝতে পারি, যদি সিকিমেই থাকি, তাহলে বাংলায় গিয়ে শুধু রাজনীতি করতে পারব না। তখন দলকে আমার সিদ্ধান্ত জানাই
প্রঃ রাজনৈতিক ময়দানে দলবদলে হ্যাট্রিক করলেন কেন ক্যাপ্টেন বিবি ১৫?
বাইচুংঃ রাজনীতিতে হ্যাটট্রিক নয়। আসলে আমি দল গড়েছিলাম। কিন্তু নতুন পার্টিকে মানুষের অ্যাকসেপ্ট করতে সময় লাগে। আমাদেরও সময় লাগছে। দীর্ঘদিন ধরে একটা সরকার ছিল সিকিমে।মানুষ অল্টারনেটিভ খুঁজছিল। তখন আমরা লড়াই করেছিলাম। দুঃখিত, আমরা নির্বাচনে জিততে পারিনি। নতুন সরকার এসেছে। মানুষ আবার অল্টারনেটিভ খুঁজছে। মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত আমার।
আমাদের ইস্যু মূলত রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে। এই তিনটে বিষয় নিয়ে আমরা মূলত লড়ছি। সিকিম একটি বিশেষ রাজ্য। সিকিমের অর্থনীতি ও সামাজিক বিষয়ের সমস্যাগুলো নিয়ে লড়াই করা আমাদের মূলত লক্ষ্য।