COPA AMERICA 2021: কোপা আমেরিকার ফাইনাল নিয়ে কি বলছেন বাইচুং?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Updated on: Jul 10, 2021 | 10:48 PM

ফাইনালে কোন দৃশ্য দেখার অপেক্ষায় রবিবার কাকভোরে উঠবেন ভারতীয় ফুটবেলর প্রাক্তন অধিনায়ক। TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন পাহাড়ি বিছে।

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনালে স্বপ্নের দ্বৈরথ। একদিকে মেসির আর্জেন্তিনা। অন্যদিকে নেইমারের ব্রাজিল। শেষবার কোপা আমেরিকার ফাইনালে হার হয়েছিল আর্জেন্তিনার। রবিবার কি তার বদলা নিতে পারবেন মেসিরা? এবার TV9 বাংলায় স্বপ্নের দ্বৈরথের বিশ্লেষণে বাইচুং ভুটিয়া। ফাইনালে কোন দৃশ্য দেখার অপেক্ষায় রবিবার কাকভোরে উঠবেন ভারতীয় ফুটবেলর প্রাক্তন অধিনায়ক। TV9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন পাহাড়ি বিছে।

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla