Balurghat News: পুত্রবধূকে কটুক্তি, প্রতিবাদ, চলল ৩ রাউন্ড গুলি!

Balurghat News: পুত্রবধূকে কটুক্তি, প্রতিবাদ, চলল ৩ রাউন্ড গুলি!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Nov 08, 2023 | 6:08 PM

শ্বশুরের সামনে পুত্রবধূকে কুটক্তি যুবকের। প্রতিবাদ করায় শ্বশুরকে ভয় দেখাতে শূন্যে ৩ রাউন্ড গুলি যুবকের। অভিযোগ পেতেই আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।

বালুরঘাট, ৮ নভেম্বর: শ্বশুরের সামনে পুত্রবধূকে কুটক্তি যুবকের। প্রতিবাদ করায় শ্বশুরকে ভয় দেখাতে শূন্যে তিন রাউন্ড গুলি যুবকের। অভিযোগ পেতেই আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম কৃষ্ণ সরকার(২৩)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের ত্রিনাথপাড়ায়৷ ধৃতকে বুধবার দুপুরে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। এদিকের ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও তিনটে গুলির ফাঁকা খোল উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানা। এনিয়ে বুধবার দুপুর বালুরঘাট থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ ও বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই গতকাল রাতে ওই যুবক পালানোর চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে বালুরঘাট রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হয়৷ উদ্ধার হওয়া দেশীয় পাইপগান ও কার্তুজ কোথা থেকে পেল তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, গত ৫ তারিখে এলাকায় একটা ঝামেলা হয়। চোখের সামনে পত্রবূধকে উদ্যোক্ত করে অভিযুক্ত যুবক। প্রতিবাদ ও বাধা দিলে সেই সময় অভিযুক্ত যুবক ভয় দেখাতে শূন্যে তিন রাউন্ড গুলি চালায়। এরপর বালুরঘাট থানায় অভিযোগ হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ও সাত দিনের পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। ওই যুবকের পুরনো কোন মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ জানিয়েছেন।