Balurghat News: পুজোর আগেই সরছে ফ্লেক্স

ইতিমধ্যে পুরসভার তরফে শহরের ২০ টিরও বেশি বিজ্ঞাপন দেওয়ার জায়গা করা হয়েছে৷ তারপরও শহরের যত্রতত্র বিজ্ঞাপন লাগানো হচ্ছে। এমনকি ঐতিহাসিক স্থান গুলিতেও বিজ্ঞাপনে ভরে যাচ্ছে। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরে রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকা থেকে বিজ্ঞাপন, হোর্ডিং, ফ্লেক্স খোলার পক্রিয়া শুরু করল বালুরঘাট পুরসভা

Balurghat News: পুজোর আগেই সরছে ফ্লেক্স
| Edited By: | Updated on: Sep 21, 2023 | 8:06 PM

ক্লিন সিটি গ্রীন সিটি করতে পুজোর আগে পথে নামল বালুরঘাট পুরসভা৷ বিজ্ঞাপনে মুখ ঢেকেছে বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও স্থান। ইতিমধ্যে পুরসভার তরফে শহরের ২০ টিরও বেশি বিজ্ঞাপন দেওয়ার জায়গা করা হয়েছে৷ তারপরও শহরের যত্রতত্র বিজ্ঞাপন লাগানো হচ্ছে। এমনকি ঐতিহাসিক স্থান গুলিতেও বিজ্ঞাপনে ভরে যাচ্ছে। এমতাবস্থায় বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট শহরে রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকা থেকে বিজ্ঞাপন, হোর্ডিং, ফ্লেক্স খোলার পক্রিয়া শুরু করল বালুরঘাট পুরসভা।

এদিন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্রের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। যেখানে উপস্থিত ছিলেন এমসিআইসি মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সকলে মিলে পথে নেমে শহরের ঐতিহ্যবাহী ট্যাঙ্কের সামনে সমস্ত ফ্লেক্স খুলে নিয়ে যায়। এমনকি তৃণমূল, বিজেপি ও বামেদের ফ্লেক্স ও ঝান্ডা খুলে নিয়ে যায়। এখন থেকে নির্দিষ্ট জায়গায় পুরসভার অনুমতি নিয়েই ফ্লেক্স লাগানো যাবে বলে পুরসভা তরফে জানানো হয়েছে। তাছাড়াও অন্য কোথাও বিজ্ঞাপণ বা কোন দলের প্রচারের ব্যানার ফ্লেক্স লাগানো যাবে না বলেও চেয়ারম্যান জানিয়েছেন।

প্রসঙ্গত, বালুরঘাট শহরের বিভিন্ন মনীষীদের প্রতিকৃতির সামনে দিনের পর দিন রাজনৈতিক ও বিজ্ঞাপনের ব্যানার, হোর্ডিং কিংবা ফ্লেক্স লাগানো হচ্ছে। এর ফলে মনীষীদের প্রতিকৃতি সাধারণ মানুষদের নজরে পড়ছে না। এছাড়াও শহরে দৃশ্য দূষণ বাড়ছে। এই সমস্ত বিষয়গুলি নজরে আসতেই পুজোর আগে ফের একবার নড়েচড়ে বসল বালুরঘাট পুরসভা কর্তৃপক্ষ। প্রথম অবস্থায় সচেতনতামূলক বার্তা দেওয়া হবে সাধারণ মানুষদের উদ্দেশ্যে পরবর্তীকালে দৃশ্য দূষণ বিষয়টি না মানা হলে কঠোর আইন প্রয়োগ করা হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।

Follow Us: