Balurghat Tuberculosis News: যক্ষ্মা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ!

যক্ষ্মা রোগীকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। বেসরকারি কোথাও থেকে নয় এমন অভিযোগ সরকারি স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নামাবঙ্গীতে।

Balurghat Tuberculosis News: যক্ষ্মা রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ!
| Edited By: | Updated on: Jun 17, 2023 | 4:26 PM

যক্ষ্মা রোগীকে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ। বেসরকারি কোথাও থেকে নয় এমন অভিযোগ সরকারি স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের নামাবঙ্গীতে। এদিকে আতঙ্কিত যক্ষ্মা রোগী অমিত ঘোষের শারিরীক অসুস্থতা বেড়ে যাওয়ায় বালুরঘাট জেলা হাসপাতালের শরনাপন্ন হয়েছেন তার পরিবার। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে কি করে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেয় তা নিয়ে শুরু হয়েছে বির্তক। এদিকে বিষয়টি জানার পর দুর্ভাগ্যজনক ঘটনা বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস। পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তিনি।

জানা গেছে, বালুরঘাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের নামাবঙ্গী এলাকার বাসিন্দা অমিত ঘোষ। প্রায় মাস দুয়েক আগে শরীরে যক্ষ্মা রোগ ধরা পড়ে। আর্থিক সক্ষমতা না থাকায় হতদরিদ্র ওই পরিবার অমিতের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের শরণাপন্ন হন। শহরের কুন্ডু কলোনি এলাকার সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই যক্ষ্মা রোগের ওষুধ নিয়ে আসে অসুস্থ অমিত ও তার পরিবারের লোকেরা। শিক্ষাগত যোগ্যতা ওই হতদরিদ্র পরিবারে কারোরই তেমন নেই। ফলে মেয়াদ উত্তীর্ণ ওষুধের ব্যাপারটি নজরে আসেনি কারোর। যার কারণে ৪২ টি মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেয়ে ফেলে অসুস্থ অমিত।

গত বৃহস্পতিবার এই বিষয়টি প্রথম নজরে আসে অসুস্থ অমিতের বাড়িতে ঘুরতে আসা তার নিকট আত্মীয় ভাস্কর ঘোষের। যা দেখে চোখ কপালে ওঠে গোটা পরিবারের। প্রায় দুমাস আগের মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয়েছে ওই অসুস্থ রোগীকে। বিষয়টি নিয়ে শুক্রবার অমিত ও তার পরিবারের লোকেরা শহরের ওই স্বাস্থ্যকেন্দ্র যেতেই মারাত্মক সেই ভুলের কথা স্বীকার করেন। যদিও পরবর্তীতে সেখানে হাজির হওয়া এক স্বাস্থ্য আধিকারিক তাদের পালটা হুশিয়ারি দিয়েছেন পুলিশ ও আদালতে যাবার। যা নিয়েই কিছুটা ভীতও হয়ে পড়েন হতদরিদ্র ওই পরিবার। এদিকে এমন ঘটনার জেরে ওইদিন রাত থেকেই ক্রমশ অসুস্থ হয়ে পড়েন যক্ষ্মা রোগী অমিত ঘোষ।

যদিও এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুদীপ দাস বলেন, বিষয়টি দুর্ভাগ্যজনক। তবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে পরে তা কাজ করবে না। খুব বড় কিছু হওয়ার সম্ভাবনা কম। তবু এমন ঘটনা ঘটনার কথা নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us: