বাংলাদেশে টাকার ছড়াছড়ি, ৩২২ কোটি ডলার ঢুকল ভোটের আগেই! কেন?
Bangladesh: বাংলাদেশে ভোটের আগেই টাকার ছড়াছড়ি। এল ৩২২ কোটি ৬৬ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ২৬ হাজার কোটি টাকা। নির্বাচনমুখী বাংলাদেশে নতুন বছরে ঢুকল এই বিপুল পরিমাণ টাকা। বাংলাদেশের ইতিহাসে এই দ্বিতীয়বার ঘটল।
বাংলাদেশে ভোটের আগেই টাকার ছড়াছড়ি। এল ৩২২ কোটি ৬৬ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক প্রায় ২৬ হাজার কোটি টাকা। নির্বাচনমুখী বাংলাদেশে নতুন বছরে ঢুকল এই বিপুল পরিমাণ টাকা। বাংলাদেশের ইতিহাসে এই দ্বিতীয়বার ঘটল। কিন্তু আচমকা এই অর্থ আসার কারণ কী? সময় টিভি-র প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ ব্য়াঙ্ক এই তথ্য তুলে ধরেছে। তারা জানিয়েছে, গত ডিসেম্বরে এখনও পর্যন্ত দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্য়ান্স বা প্রবাসী আয় এসেছে। এর আগে গত মার্চ মাসে ৩২৯ কোটি মার্কিন ডলারের অধিক রেমিট্য়ান্স এসেছিল, যা বাংলাদেশের ইতিহাসে এখনও পর্যন্ত সর্বাধিক। এর মধ্য়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্য়াঙ্কগুলির মাধ্য়মে এসেছে ৫৭ কোটি ২৩ লক্ষ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়াও বিশেষায়িত ব্যাঙ্কের মাধ্যমে এসেছে ৩৫ কোটি ডলারের অধিক। বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে এসেছে ২২৯ কোটি ডলার এবং বিদেশি খাতের ব্যাঙ্কগুলির মাধ্য়মে এসেছে ৬৮ লক্ষ ৭০ হাজার মার্কিন ডলার।
