ইউনূসের সময় শেষ, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জন্য বড় দিন
Bangladesh Election: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ভোটগ্রহণ পর্ব। এক দফাতেই আয়োজিত হবে ভোট। এদিন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ পর্ব।
ইউনূস সরকারের মেয়াদ শেষ হতে চলল। বাংলাদেশে অবশেষে হতে চলেছে জাতীয় নির্বাচন। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে হবে ভোটগ্রহণ পর্ব। এক দফাতেই আয়োজিত হবে ভোট। এদিন প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি হবে ভোটগ্রহণ পর্ব। সকাল সাতটা থেকে বিকাল চারটে পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
তার আগে মনোনয়ন দাখিল পর্ব চলবে ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ হবে ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রচারকাজ।
Published on: Dec 12, 2025 03:10 PM
Latest Videos
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?
