Bangladeshi Illegal Immigrant: বাংলাদেশের মহিদুল মণ্ডল ভারতে এসে হয়ে গেলেন মহিদুল ইসলাম
Bangladesh: ভারতে এসে বাদুড়িয়ায় থাকতে শুরু করে এক বাংলাদেশি। তারপর বাবা হিসাবে প্রতিবেশীর নাম ব্যবহার করে সে। এসআইআরের এনুমারেশন ফর্ম বাড়িতে আসতেই এই ঘটনা জানতে পারেন প্রতিবেশী খোদাবক্স মোল্লার পরিবার। আর তারপরই প্রশাসনের দ্বারস্থ হয় ওই খোদাবক্সের পরিবার।
এসআইআরের ফর্ম জমা পড়তেই প্রকাশ্যে আসছে একের পর এক ঘটনা। এবার বাদুড়িয়ায় ফের বাংলাদেশির খোঁজ মিলল। বাবা খাঁটি ভারতীয় আর তাঁর ছেলে নাকি বাংলাদেশি। ১০ বছর আগে ভারতে আসে বাংলাদেশের মহিদুল মণ্ডল। আর তারপরই সে নাম বদলে হয়ে যায় মহিদুল ইসলাম।
ভারতে এসে বাদুড়িয়ায় থাকতে শুরু করে ওই ব্যক্তি। তারপর বাবা হিসাবে প্রতিবেশীর নাম ব্যবহার করে সে। প্রতিবেশীর নাম ব্যবহার করে তৈরি করে ভারতীয় পরিচয়পত্র। ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক ভারতীয় নথি তৈরি করে ফেলেছে ওই বাংলাদেশি। এসআইআরের এনুমারেশন ফর্ম বাড়িতে আসতেই এই ঘটনা জানতে পারেন প্রতিবেশী খোদাবক্স মোল্লার পরিবার। আর তারপরই প্রশাসনের দ্বারস্থ হয় ওই খোদাবক্সের পরিবার।
একই ঘটনা ধূপগুড়ির মাগুরমারিতে। সেখানেও অন্যকে বাবা সাজিয়ে তৈরি হয়েছে ভোটার কার্ড। ভারতে এসে ভাল লেগে গিয়েছিল বলে থেকে গিয়েছিলেন, জানালেন অভিযুক্ত বাংলাদেশি।
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

