Bangladeshi: হাকিমপুর বর্ডার যেন মিনি বাংলাদেশ! এতদিন কোথায় ছিল অনুপ্রবেশকারীরা?
Bangladeshi Infiltrators: ১৯ দিনে ১৭০০-রও বেশি বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। বাকিরা অপেক্ষা করছেন বাংলাদেশে ফেরার। সকলের মনে ভয়। কেউ কথা বলতে চাইছেন না। সংবাদমাধ্যমকে দেখলেই মুখ লুকোচ্ছেন। সীমান্তেই পরিবার নিয়ে কেউ দুইদিন, কেউ পাঁচদিন অপেক্ষা করছেন। তাদের শুধু একটাই দাবি, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক।
কেউ দালালকে টাকা দিয়ে, কেউ চোরাপথে ঢুকেছিলেন ভারতে। কলকাতা সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় দিব্যি কাজও করছিলেন। পেতে বসেছিলেন সংসার। এসআইআর শুরু হতেই ভারত ছেড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার হিড়িক। উত্তর ২৪ পরগণার হাকিমপুর সীমান্তে কয়েকশো বাংলাদেশির ভিড়। ১৯ দিনে ১৭০০-রও বেশি বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছে। বাকিরা অপেক্ষা করছেন বাংলাদেশে ফেরার। সকলের মনে ভয়। কেউ কথা বলতে চাইছেন না। সংবাদমাধ্যমকে দেখলেই মুখ লুকোচ্ছেন। সীমান্তেই পরিবার নিয়ে কেউ দুইদিন, কেউ পাঁচদিন অপেক্ষা করছেন। তাদের শুধু একটাই দাবি, বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক।
Published on: Nov 23, 2025 08:44 PM
Latest Videos
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
