Banks On 2000 Note: ব্যাঙ্ক ২০০০ টাকার নোট না নিলে কী করবেন?

Banks On 2000 Note: ব্যাঙ্ক ২০০০ টাকার নোট না নিলে কী করবেন?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 23, 2023 | 3:08 PM

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। RBI জানিয়েছে, ২০০০ টাকার নোট বাতিল করা হবে। আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে বদলে নিন ব্যাঙ্কে গিয়ে। কোন গ্রাহক একদিনে ২০,০০০ টাকার মূল্যে ২০০০ টাকার নোট বদল করতে পারবেন। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে না নিতে চাইলে ভয় পাবেন না। আপনি অভিযোগ জানাতে পারবেন।

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে দেওয়া হচ্ছে। RBI জানিয়েছে, ২০০০ টাকার নোট বাতিল করা হবে। আপনার কাছে ২০০০ টাকার নোট থাকলে বদলে নিন ব্যাঙ্কে গিয়ে। কোন গ্রাহক একদিনে ২০,০০০ টাকার মূল্যে ২০০০ টাকার নোট বদল করতে পারবেন। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে না নিতে চাইলে ভয় পাবেন না। আপনি অভিযোগ জানাতে পারবেন। আরবিআই জারি করেছে একটি নির্দেশিকা। প্রথমে ব্যাঙ্কের গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন ব্যাঙ্কে। সেই ব্যাঙ্ককে ৩০ দিনের মধ্যে সমস্যার সমাধান করতে হবে। সমাধান করতে না পারলে, গ্রাহক আরবিআইয়ের পোর্টালে জানাতে পারবেন অভিযোগ। গ্রাহকদের অভিযোগ সমাধানের জন্য ইন্টিগ্রেটেড ওম্বাডসম্যান স্কিম আছে। এই ২০০০ টাকার নোট বদল করতে পারবে ২৩ মে থেকে। এই প্রক্রিয়া চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত । গ্রাহক বিধিনিষেধ ছাড়াই ব্যাঙ্কে জমা দিতে পারবে ২০০০ টাকার নোট।