Indian Railways Ticket: টিকিট কাটার পর, কীভাবে বদলাবেন বোর্ডিং স্টেশন?
ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। টিকিট কাটতে গিয়ে ভুল হয়ে গেলে কী করবেন? ভারতীয় রেল যাত্রীদের জন্য় এনেছে সুখবর। বোর্ডিং স্টেশনের নাম ভুল হয়ে গেলে, তা পরির্বতন করতে পারবেন। টিকিট কাটার পর,বোর্ডিং স্টেশনের নাম বদলের উপায় জেনে নিন।
ট্রেনের টিকিট কাটতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। টিকিট কাটতে গিয়ে ভুল হয়ে গেলে কী করবেন? ভারতীয় রেল যাত্রীদের জন্য় এনেছে সুখবর। বোর্ডিং স্টেশনের নাম ভুল হয়ে গেলে, তা পরির্বতন করতে পারবেন। টিকিট কাটার পর,বোর্ডিং স্টেশনের নাম বদলের উপায় জেনে নিন। বাড়িতে বসেই বোর্ডিং স্টেশনের নাম পরিবর্তন করতে পারবেন। বোর্ডিং স্টেশনের নাম পরিবর্তন করলে বাতিল হয় না ট্রেনের টিকিট। এই ভুলের জন্য রেলে কোন রকম জরিমানা করে না। ২৪ ঘণ্টা আগে পর্যন্ত পরিবর্তন করতে পারেন বোর্ডিং স্টেশন। আইআরসিটিসি -র ওয়েবসাইটে গিয়ে বদলাতে হবে বোর্ডিং স্টেশনের নাম। আপনাকে হিস্ট্রি বিভাগে যেতে হবে টিকিট বুকিং-এর জন্য। সেখানে গিয়ে পছন্দের বোর্ডিং স্টেশন বেছে নিতে হবে। বোর্ডিং স্টেশনের নাম নিশ্চিত করতে ক্লিক করতে হবে নিশ্চিতকরণের বোতামে। আপনার ফোনে আসবে একটি এসএমএস। বোর্ডিং স্টেশনের নাম এই ভাবে পরিবর্তন করা যায়।