How To Travel with Pet in Train: কীভাবে পোষ্যকে নিয়ে ঘুরবেন ট্রেনে?

How To Travel with Pet in Train: কীভাবে পোষ্যকে নিয়ে ঘুরবেন ট্রেনে?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 23, 2023 | 2:54 PM

বাইরে ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। পোষ্য থাকলে অনেকেই বাইরে যেতে পারেন না। বাইরে ঘুরতে গেলে পোষ্যকে বাড়িতে রেখে আসতে হয়। কিন্তু পোষ্যকে রেখে বাইরে ঘুরতে গেলে, মন খারাপ হয়। রেলে ঘুরতে গেলে নিয়ে যেতে পারবেন আপনার পোষ্যকে।

বাইরে ঘুরতে যেতে অনেকেই ভালবাসেন। পোষ্য থাকলে অনেকেই বাইরে যেতে পারেন না। বাইরে ঘুরতে গেলে পোষ্যকে বাড়িতে রেখে আসতে হয়। কিন্তু পোষ্যকে রেখে বাইরে ঘুরতে গেলে, মন খারাপ হয়। রেলে ঘুরতে গেলে নিয়ে যেতে পারবেন আপনার পোষ্যকে। পোষ্যকে নিয়ে যাত্রীরা যেতে পারবেন ফার্স্ট এসিতে। পশুদের জন্য রেলের একটি নির্ধারিত কামরা আছে। সেই কামরাতে পোষ্যদের নিয়ে যেতে পারবেন। পোষ্যকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য টিকিট বুক করতে হবে পার্সেল বুকিং কাউন্টার থেকে। পোষ্যকে নিয়ে যেতে হবে লাগেজের বক্সে। কুকুরকে নিয়ে যেতে কাটতে হবে ৩০ টাকার টিকিট। পোষ্যকে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। ভেটেরিনারির সার্টিফিকেট দেখাতে হবে। ট্রেনে ঘুরতে যাওয়ার সময়ে পোষ্যের কোন আঘাত লাগলে দায় থাকবে মালিকের।