RBI on 2000 Rupee Fake Note: জাল ২০০০ ব্যাঙ্কে দেওয়ার আগে সাবধান!

RBI on 2000 Rupee Fake Note: জাল ২০০০ ব্যাঙ্কে দেওয়ার আগে সাবধান!

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 23, 2023 | 2:47 PM

অনেক দিন ধরে ২০০০ টাকার নোট দেখা যাচ্ছে না। বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট। আরবিআই বাজার থেকে প্রত্যাহার করছে ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে ব্যাঙ্কে গিয়ে বদল করতে পারবেন। কী করে বুঝবেন আপনার ২০০০ টাকার নোট আসল না নকল?

অনেক দিন ধরে ২০০০ টাকার নোট দেখা যাচ্ছে না। বন্ধ হতে চলেছে ২০০০ টাকার নোট। আরবিআই বাজার থেকে প্রত্যাহার করছে ২০০০ টাকার নোট। ২০০০ টাকার নোট ৩০ সেপ্টেম্বর সময়ের মধ্যে ব্যাঙ্কে গিয়ে বদল করতে পারবেন। কী করে বুঝবেন আপনার ২০০০ টাকার নোট আসল না নকল? কয়েকটা উপায়ে চিনতে পারবেন ২০০০ টাকার জাল নোটটি। প্রথমে আলোতে ধরতে হবে ২০০০ টাকার নোটটা। সেই নোটে দেখা যাবে ২০০০ টাকা লেখাটি। মহাত্মা গান্ধীর ছবি দেখতে পাবেন ২ হাজার টাকার নোটের মাঝখানে।INDIA লেখাটিও ছোট্ট করে দেখা যাবে। ২০০০ টাকার নোটটি মুড়লেও ২০০০ টাকা লেখা দেখা গেলে, বুঝবেন নোটটি আসল। ২০০০ টাকার নোটে একটি চকচকে লাইন দেখতে পাবেন। চকচকে লাইনটি ভাল করে দেখলে, নীল রঙ থেকে সবুজ রঙে পরিবর্তন হতে দেখা যাবে। সেখানেও RBI ও ২০০০ লেখা দেখা যাবে। অশোক স্তম্ভের ছবি দেখা যাবে, আসল ২০০০ টাকার নোটের ডান দিকে। গভর্নরের স্বাক্ষরও দেখেতে পাবেন ২০০০ টাকার নোটে। এই নোটটি যে সালে ছাপা হয়েছে,সেই সাল দেখতে পাবেন। আসল নোটে ছবিও দেখা যাবে মঙ্গলযানের। ২০০০-র ওয়াটারমার্ক দেখা যাবে মহাত্মা গান্ধীর ছবিতে ইলেকট্রোটাইপের মাধ্যমে।