Amitabh Bachchan News: কোন চিন্তায় ডুব দিলেন অমিতাভ?

Amitabh Bachchan News: কোন চিন্তায় ডুব দিলেন অমিতাভ?

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: May 22, 2023 | 8:42 PM

৮০ বছর পার করেছেন তিনি। বয়সের ভার গ্রাস করেছে তাঁকে। মনের দিক থেকে আজও তিনি অষ্টাদশী, কিন্তু সময় যে থেমে থাকে না। জায়গা হারানোর আতঙ্ক কি তাই ক্রমশ গ্রাস করছে খোদ অমিতাভ বচ্চনকেও? প্রতি রবিবার তাঁকে এক ঝলক দেখার জন্য বাড়ির সামনে ভিড় করেন ভক্তকুল। অমিতাভ জানিয়েছেন, ভক্তরা আসবেন নাকি আসা বন্ধ করে দেবেন? এই প্রশ্নই ঘুরতে থাকে তাঁর মনে।

শাহরুখকে নিয়ে এ কী বললেন সুহানা?
বাবাকে তিনি পছন্দ করেন না? শাহরুখ খান জড়িয়ে ধরতে গেলে কেন তাঁকে পিছনে ঠেলে দিতেন সুহানা খান? স্টারকিডের কথায়, শাহরুখের জন্য বরাবরই তাঁকে লাইমলাইটে থাকতে হয়েছে। ছোটবেলায় যেটা বেশ অস্বস্তির কারণ ছিল। তাই-ই প্রকাশ্যে খুব একটা বাবার সঙ্গে থাকতে চাইতেন না তিনি। জড়িয়ে ধরতে এলেও ঠেলে পালিয়ে যেতেন।

কটাক্ষের জবাব নাইসার
নাইসা দেবগণ সম্প্রতি তাঁর বোল্ড লুকের জন্য রাতদিন ট্রোল্ড হচ্ছেন। কাজল-অজয় দেবগণ কন্যার রূপে রাতারাতি বদল? প্লাস্টিক সার্জারি নিয়ে খোঁচা দিতে পিছপা হচ্ছে না নেটপাড়ার একাংশ। এবার কটাক্ষের জবাব দিলেন নাইসা। ছোটবেলার এক ছবি শেয়ার করে লিখলেন, “আমি জন্মগত মিষ্টি।”

জায়গা হারানোর আতঙ্ক?
৮০ বছর পার করেছেন তিনি। বয়সের ভার গ্রাস করেছে তাঁকে। মনের দিক থেকে আজও তিনি অষ্টাদশী, কিন্তু সময় যে থেমে থাকে না। জায়গা হারানোর আতঙ্ক কি তাই ক্রমশ গ্রাস করছে খোদ অমিতাভ বচ্চনকেও? প্রতি রবিবার তাঁকে এক ঝলক দেখার জন্য বাড়ির সামনে ভিড় করেন ভক্তকুল। অমিতাভ জানিয়েছেন, ভক্তরা আসবেন নাকি আসা বন্ধ করে দেবেন? এই প্রশ্নই ঘুরতে থাকে তাঁর মনে।

আহত অনুপম খের
শুটিং করতে গিয়ে আহত হলেন অনুপম খের। পাঁজরে বেশ ভাল রকমেরই চোট পেয়েছেন তিনি। নিজের পরবর্তী ছবি ‘বিজয় ৬৯’-এর শুটিংয়ে ঘটেছে এই বিপত্তি। করতে হয়েছে ব্যান্ডেজ। সেই ছবি শেয়ার করে অনুপম যদিও মজার ছলে লিখেছেন, “ছবির বিষয় যখন খেলাধুলা, তখন তুমি আহত হবে না, তা-ও হয় নাকি!”

বিয়ে করবেন রুদ্রনীল?
পাত্রী খুঁজছেন, তবে পেলেন কি? বাড়ির চাপে পড়ে বিয়ের সিদ্ধান্ত নিলেন রুদ্রনীল ঘোষ। না, ঠিক তিনি নন। তাঁর আগামী ওয়েব সিরিজের চরিত্র এই সিদ্ধান্ত নিয়েছে। যাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এক মজার ভিডিয়ো শেয়ার করেন রুদ্রনীল। মুহূর্তে হাসির রোল নেটপাড়ায়।

জয়ার পোস্ট ঘিরে চাঞ্চল্য
সোশ্যাল মিডিয়ায় বরাবরই জয়া আহসান সক্রিয়। এবার তিনি বেশ কয়েকটি ছবি শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। তবে উদ্বেগ জাগাল তার সঙ্গে শেয়ার করা এক কবিতা। কবি আরণ্যক বসুর ‘মনে থাকবে’ থেকে নেওয়া কয়েকটি লাইন: “এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব, এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন…।” কেন লিখলেন এমনটা জয়া? প্রশ্ন ভক্তদের মনে।

হলের ভিতর অগ্নিকাণ্ড!
দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরের ৩৯তম জন্মদিন পার হয়েছে কিছু দিন আগেই। আর সেই উপলক্ষে আবারও মুক্তি পেয়েছিল ২০০৩ সালে রিলিজ় করা তাঁর সুপারহিট ছবি ‘সিমহাদ্রি’। বেশ ভালই সাড়া পাচ্ছিল ওই ছবি। এরই মধ্যে বিজয়ওয়াড়ার এক প্রেক্ষাগৃহে ওই ছবি শুরু হওয়ামাত্র, এক ভক্ত বাজি পোড়াতে শুরু করে দেন। সঙ্গে সঙ্গেই সিনেমার সিটে, স্ক্রিনে আগুন ধরে যায়। তবে কেউ আহত হননি।

প্রয়াত অভিনেতা
প্রয়াত বলি-অভিনেতা আদিত্য সিং রাজপুত। বয়স হয়েছিল ৩২ বছর। সোমবার নিজের ফ্ল্যাটের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত মাদক সেবনেই মৃত্যু হয়েছে তাঁর।

‘দ্য কেরালা স্টোরি’র বক্স অফিস
২০০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়ার পথে ‘দ্য কেরালা স্টোরি’। গোটা দেশ জুড়ে ছবি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। নিষিদ্ধ হওয়ার পর ফের বাংলায় কবে মুক্তি পায় এই ছবি, সেই অপেক্ষায় দর্শকেরা। ছবির আয় ৫০০ কোটির দরজায় পৌঁছবে, এমন সম্ভাবনাই লক্ষ্য করছেন সিনে-বিশেষজ্ঞরা।