Bankura Load Shedding: মাঝরাতে হঠাৎ লোডশেডিং, গরমে উত্তেজিত জনতার তাণ্ডব বিদ্যুৎ দফতরে

Bankura Load Shedding: মাঝরাতে হঠাৎ লোডশেডিং, গরমে উত্তেজিত জনতার তাণ্ডব বিদ্যুৎ দফতরে

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 23, 2023 | 4:26 PM

গতকাল গভীর রাতে প্রবল গরমের মাঝে দীর্ঘক্ষণ ধরে লোডশেডিং। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না আসায় ক্ষিপ্ত হয়ে যায় স্থানীয় মানুষ। এর পরেই উত্তেজিত জনতার দল সোনামুখী বিদ্যুৎ দফতরের অফিসে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালায় বলে অভিযোগ । অফিসের নানান আসবাব পত্র, কম্পিউটার, বিভিন্ন ধরনের মেশিন ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

মাঝরাতে লোডশেডিং আর তার জেরে বিদ্যুৎ দফতরে বেপরোয়া ভাঙচুর চালাল উত্তেজিত জনতা। তবে কারা এই ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি। বিদ্যুৎ দফতরতের কর্মীদের দাবি প্রায় ১০ থেকে ১২ জন এসে কর্মীদের বের করে দিয়ে অফিসের ভিতরে ঢুকে অফিসের আসবাব পত্র ও নানান জিনিসপত্র ভাঙচুর করে। ভাঙচুর করা হয় অফিসের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িও। ভাঙচুরকরে চম্পট দেয় ভাংচুরকারীরা । ঘটনা বাঁকুড়ার সোনামুখী শহরের।

গতকাল গভীর রাতে প্রবল গরমের মাঝে দীর্ঘক্ষণ ধরে লোডশেডিং। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না আসায় ক্ষিপ্ত হয়ে যায় স্থানীয় মানুষ। এর পরেই উত্তেজিত জনতার দল সোনামুখী বিদ্যুৎ দফতরের অফিসে ঢুকে বেপরোয়া ভাঙচুর চালায় বলে অভিযোগ । অফিসের নানান আসবাব পত্র, কম্পিউটার, বিভিন্ন ধরনের মেশিন ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তবে কে বা কারা এই ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি। বিদ্যুত দফতরের কর্মীদের দাবি, একদল লোকজন এসে বিদ্যুৎ কর্মীদের অফিস থেকে বের করে দেয়। অনান্য কর্মীদের বেশিরভাগই সেই সময় অফিসের বাইরে ব্যাস্ত ছিলেন বিদ্যুৎ এর হাই টেনশন তার মেরামতের কাজে। অফিস থেকে কর্মীদের বের করে দিয়ে বেপরোয়া ভাবে অফিসের সমস্ত জিনিসপত্র ভেঙ্গে গুড়িয়ে দেয়। এই ঘটনায় বিদ্যুত দফতরের কর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি বিদ্যুত দফতরের ডিভিশন আধিকারিকদের জানানো হয়েছে।