AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee News: পার্থদার কাজে স্তম্ভিত, মেয়েকে লজ্জায় মুখ দেখাতে পারছি না: বাপ্পাদিত্য

Partha Chatterjee News: পার্থদার কাজে স্তম্ভিত, মেয়েকে লজ্জায় মুখ দেখাতে পারছি না: বাপ্পাদিত্য

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Jul 27, 2022 | 4:59 PM

Share

১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে পাওয়া গেল তাঁরই পার্টি অফিসে। কলকাতা পুরসভার মুখ্য সচেতকের EXCLUSIVE সাক্ষাৎকার TV9 বাংলায়।

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর প্রশ্ন উঠেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর মানসপুত্র বাপ্পাদিত্য দাশগুপ্ত কি উধাও? ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পাওয়া গেল তাঁরই পার্টি অফিসে। কলকাতা পুরসভার মুখ্য সচেতকের EXCLUSIVE সাক্ষাৎকার TV9 বাংলায়।

তিনি বলেন, “পার্থদার কাছে আমি কাজ শিখেছি। এইচআরের কাজ, ড্রাফটিংয়ের আজ শিখেছি ওনার কাছে। আজকে আমি সেই পার্থ চট্টোপাধ্যায়কে মেলাতে পারছি না”। “আমি এটুকুই বলব, পারিবারিকভাবে আমি ওনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। আমরা পারিবারিকভাবে স্তম্ভিত। পার্থদার কাজে নিজের মেয়েকেও মুখ দেখাতে পারছি না। কোথাও একটা আমরা আঘাত পেয়েছি”, মর্মাহত সুর বাপ্পাদিত্যর গলায়।

তিনি মুখ খুললেন নিজের ‘বিলাসবহুল বাড়ি’ সম্পর্কেও। সাফ জানালেন, “এটা অপপ্রচার। ইনকাম ট্যাক্সের রিটার্নটা দেখে নিন না। একটা দেড়কাটা জমি কিনে আমরা বাড়ি করতে পারি”।

Published on: Jul 26, 2022 11:46 PM