Coromandel Express Accident: অন্ধ্র-প্রদেশে ধান রুইতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বাসন্তীর তিন ভাইয়ের
দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই রাতভর দারুণ উৎকণ্ঠের মধ্যে কাটে গায়েন পরিবারের।সকাল বেলা মৃত্যুর খবর পাওয়ার পরে কান্না ভেঙে পড়ে প্রত্যেকে। বাড়ির বারান্দায় ক্রমাগত কেঁদে চলেছেন মা সুভদ্রা গায়েন।এদিকে আত্মীয় পরিজন ও পাড়াপড়শিরা শোকাহত গায়েন পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।পরিজনেরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের মরদেহ গ্রামের বাড়িতে ফেরে ফেরে
শুক্রবার সকালে বাড়িতে খাওয়া-দাওয়া সেরে বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ছড়ানেখালি গ্রামের তিন ভাই হারান গায়েন (৫১),নিশিকান্ত গায়েন(৪০) ও দিবাকর গায়েন(৩৩)। করমন্ডল এক্সপ্রেস চেপে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে ট্রেনটি দুর্ঘটনা কবলে পড়লে মৃত্যু হয় তিন ভাইয়ের।তাদের সঙ্গে মৃত্যু হয়েছে ওই দলের সঙ্গে যাওয়া সঞ্জয় হালদার(২৪) ও বিকাশ হালদার(২৬ )নামের আরো দু’জনের।এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই রাতভর দারুণ উৎকণ্ঠের মধ্যে কাটে গায়েন পরিবারের।সকাল বেলা মৃত্যুর খবর পাওয়ার পরে কান্না ভেঙে পড়ে প্রত্যেকে। বাড়ির বারান্দায় ক্রমাগত কেঁদে চলেছেন মা সুভদ্রা গায়েন।এদিকে আত্মীয় পরিজন ও পাড়াপড়শিরা শোকাহত গায়েন পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।পরিজনেরা অপেক্ষায় রয়েছেন কখন তাদের মরদেহ গ্রামের বাড়িতে ফেরে ফেরে।

