Basirhat Bomb Recovey: ইট ভাটায় তাজা বোমা!
ফের ভাটার মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার। বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের গজালমারি গ্রামের ঘটনা। বুধবার দুপুরে একটি ইটভাটার ডকে দুটো তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ যায়।
ফের ভাটার মধ্যে থেকে তাজা বোমা উদ্ধার। বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের গজালমারি গ্রামের ঘটনা। বুধবার দুপুরে একটি ইটভাটার ডকে দুটো তাজা বোমা দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ যায়। দুটো তাজা বোমা উদ্ধার করে। সেগুলিকে নিষ্ক্রিয় করেছে পুলিশ। ঘটনায় ২ ভাটা শ্রমিককে আটক করা হয়েছে। ধৃতরা হলেন ইমরান মোল্লা ও সাইফুল মোল্লা। এরাই নাকি বাইরে থেকে বোমা এনে এখানে জড়ো করেছিল। কি উদ্দেশ্যে জড়ো করেছিল? কেনই বা বোমা রাখা হয়েছিল? এলাকায় সন্ত্রাস তৈরি করতে? না অসামাজিক কাজের সঙ্গে এই ভাটা শ্রমিক যুক্ত? সেটাও তদন্তকারীর একবার দেখে নিতে চাইছে। প্রসঙ্গতঃ, গত মাসের ৩০শে জুলাই একটি ইট ভাটার মধ্যে খেলতে গিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র ইউনুুস মোল্লার ডান হাত উড়ে গিয়েছিল। ইটভাটার মালিক হাজী মসিবর রহমান বৈদ্যর নামে অভিযোগ উঠেছিল। ফের ভাটার মধ্যে বোমা মজুুদ করাকে কেন্দ্র করে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন, “এরা পরিকল্পিত ভাবে ইটভাটার মধ্যে রেখে এলাকায় সন্ত্রাস, আতঙ্ক ও অসামাজিক কাজ করার চেষ্টা করছিল। এদের অবিলম্বে কঠিন শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা।”