কোথায় যাচ্ছে কেন্দ্রের দেওয়া রেশনের গম? ‘ফাঁস’ করে দিলেন শুভেন্দু
আর মাস চারেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। কেন পরিবর্তন দরকার, শনিবার পুরুলিয়ার পারায় বিজেপির সভা থেকে তার ব্যাখ্যা দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, "১৫ বছরে কী পেয়েছেন আপনারা? মোদীজির আশীর্বাদধন্য একটি সরকার বানাতে হবে। ৯টা আসনের ৯টিতেই পদ্ম ফুল ফোটাতে হবে। আপনারা ছাব্বিশ সালে পরিবর্তন করুন। আমরা টাটাকে ফেরাব।" তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, "মোদীজি রাজ্যে রেশনের গম পাঠান। কিন্তু, দেওয়া হয় আটা। কেন? কারণ, ভাল গম বাংলাদেশে পাচার করা হয়। আর পোকা গমকে পেষাই করে প্যাকেটে ভরে সাধারণ মানুষকে দেওয়া হয়।" তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, "নন্দীগ্রামে হারিয়েছি। এবার ভবানীপুরে হারাব।"
আর মাস চারেক পর বাংলায় বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। কেন পরিবর্তন দরকার, শনিবার পুরুলিয়ার পারায় বিজেপির সভা থেকে তার ব্যাখ্যা দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, “১৫ বছরে কী পেয়েছেন আপনারা? মোদীজির আশীর্বাদধন্য একটি সরকার বানাতে হবে। ৯টা আসনের ৯টিতেই পদ্ম ফুল ফোটাতে হবে। আপনারা ছাব্বিশ সালে পরিবর্তন করুন। আমরা টাটাকে ফেরাব।” তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভার বিরোধী দলনেতা বলেন, “মোদীজি রাজ্যে রেশনের গম পাঠান। কিন্তু, দেওয়া হয় আটা। কেন? কারণ, ভাল গম বাংলাদেশে পাচার করা হয়। আর পোকা গমকে পেষাই করে প্যাকেটে ভরে সাধারণ মানুষকে দেওয়া হয়।” তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু বলেন, “নন্দীগ্রামে হারিয়েছি। এবার ভবানীপুরে হারাব।”

