Basirhat News: মাতৃভাষা বাঁচাতে...

Basirhat News: মাতৃভাষা বাঁচাতে…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 27, 2023 | 6:07 PM

রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি কাজে নিযুক্ত কর্মীরা থাকেন। তাদের ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে বসিরহাটের ছন্দ ছায়া। বসিরহাটের টাউন হলে আবৃতির অভিনব পাঠ দিল বসিরহাটের ছন্দছায়া আবৃত্তি সংস্থা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো অভিভাবক তাদের ছেলেমেয়েদের নিয়ে এই অভিনব আবৃত্তি অনুষ্ঠানে হাজির ছিলেন।

রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি কাজে নিযুক্ত কর্মীরা থাকেন। তাদের ছোট ছোট ছেলে মেয়েদের আবৃত্তি অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে বসিরহাটের ছন্দ ছায়া। বসিরহাটের টাউন হলে আবৃতির অভিনব পাঠ দিল বসিরহাটের ছন্দছায়া আবৃত্তি সংস্থা। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো অভিভাবক তাদের ছেলেমেয়েদের নিয়ে এই অভিনব আবৃত্তি অনুষ্ঠানে হাজির ছিলেন।

একদিকে মঞ্চের উপর দাঁড়িয়ে তাদের কলাকুশলী প্রদর্শন করলেন অন্যদিকে কিভাবে মোবাইল ফোনে অনলাইনে ক্লাস হবে তার বিশেষ প্রশিক্ষণ দিলেন। বহু সরকারি চাকুরিজীবী কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকে। তারা ছেলে মেয়েদের ঠিকমতো শিল্পী মনোভাবাপন্ন করে তুলতে পারেন না। পাশাপাশি ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুলে গিয়ে বাংলা ভাষা থেকে চর্চা থেকে পিছিয়ে পড়ছে। আরো বেশি করে বাংলা মাতৃভাষা তারা শিখতে পারে তার জন্য এই অভিনব পদ বেছে নিলেন ছন্দ ছায়ার সুদীপ্তা নাথ, মাধুরী সরকার ও স্বর্ণালী সাহারা। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও।