Dudh Katla Recipe: কীভাবে করবেন দুধ কাতলা?
দুধ দিয়েও মাছের খুব সুন্দর রান্না করা যায়। জেনে নিন কীভাবে বানাবেন দুধ দিয়ে মাছ। এই রান্নার জন্য কী কী লাগবে জেনে নিন।
দুধ দিয়েও মাছের খুব সুন্দর রান্না করা যায়। জেনে নিন কীভাবে বানাবেন দুধ দিয়ে মাছ। এই রান্নার জন্য ৪ টুকরো কাতলা মাছ, ৩টে পেঁয়াজ, ২ টেবিল চামচ আদার রস লাগবে। অর্ধেক কাপ দুধ,৪টি কাঁচালঙ্কা, ২টি করে লবঙ্গ ও এলাচ, ১ ইঞ্চি দারচিনি, ১টি তেজপাতা লাগবে। এছাড়াও অর্ধেক চা চামচ গরম মশলা পাউডার, ১ চা চামচ ঘি, স্বাদমতো চিনি ও নুন লাগবে। কাতলা মাছ ধুয়ে নিয়ে নুন দিয়ে ম্যারিনেট করতে হবে। পেঁয়াজ ও কাঁচা লঙ্কা পাতলা কেটে নিন। কড়াইয়ে গরম তেলে কাতলা মাছ ভেজে নিন। সেই তেলে ফোঁড়ন দিন দারচিনি-এলাচ-লবঙ্গ ও তেজপাতা । কুচানো পেঁয়াজ ও আদার রস দিয়ে কষে নিন। এবার এতে স্বাদমতো চিনি ও নুন দিয়ে ঢিমে আঁচে মশলা কষতে হবে। তারপর সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছ দিন।
ঘি ও গরম মশলা দিয়ে কড়াই ঢেকে রাখুন। ভাত বা পোলাও দিয়ে দুধ কাতলা খেতে দারুণ লাগে।
Latest Videos