AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Serial: গুঞ্জন বন্ধ হবে 'মেয়েবেলা', টিআরপি পতনই একমাত্র কারণ?

Bengali Serial: গুঞ্জন বন্ধ হবে ‘মেয়েবেলা’, টিআরপি পতনই একমাত্র কারণ?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 02, 2023 | 9:49 PM

Share

রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে কমতে থাকে ধারাবাহিক ‘মেয়েবেলা’র টিআরপি। সম্প্রতি স্লট পরিবর্তন হয়েছে ওই ধারাবাহিকের। তবে শুধু স্লট পরিবর্তনই নয়, ধারাবাহিকটি নাকি বন্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। রটেছে, নতুন স্লটে ধারাবাহিকটি টেলিকাস্ট করতে রাজি নন নির্মাতারা। তাই সেক্ষেত্রে বন্ধের কথাই ভাবছেন তাঁরা। এ-ও শোনা যাচ্ছে আগামী ১১ জুন এই ধারাবাহিকের শেষ শুটিং হবে।

বন্ধ হচ্ছে ‘মেয়েবেলা’?
রূপা গঙ্গোপাধ্যায় বিদায় নিতেই হুড়মুড় করে কমতে থাকে ধারাবাহিক ‘মেয়েবেলা’র টিআরপি। সম্প্রতি স্লট পরিবর্তন হয়েছে ওই ধারাবাহিকের। তবে শুধু স্লট পরিবর্তনই নয়, ধারাবাহিকটি নাকি বন্ধ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। রটেছে, নতুন স্লটে ধারাবাহিকটি টেলিকাস্ট করতে রাজি নন নির্মাতারা। তাই সেক্ষেত্রে বন্ধের কথাই ভাবছেন তাঁরা। এ-ও শোনা যাচ্ছে আগামী ১১ জুন এই ধারাবাহিকের শেষ শুটিং হবে।

জবাব দিলেন অদ্রিজা
কিছু মাস আগেই মুম্বই পৌঁছেছেন অদ্রিজা রায়, অথচ সাফল্য যেন তাঁকে ঘিরেই রয়েছে। কীভাবে এত অল্প সময়ের মধ্যে এত সাফল্য পাচ্ছেন অভিনেত্রী? উঠছে প্রশ্ন, হচ্ছে সমালোচনাও। অদ্রিজার উত্তর, “হিংসে করে তো এগনো যাবে না। অন্যের কথা না ভেবে, কীভাবে নিজে এগনো যায়, সেটা নিয়েই ভাবতে হবে।”

ক্রিকেট খেলতে ব্যস্ত দেব
বর্তমানে ‘ব্যোমকেশ’ ছবির শুট করতে ব্যস্ত রয়েছেন দেব। চলছে তৃতীয় শিডিউলের কাজ। বোলপুরে শুটিং-এ ব্যস্ত গোটা টিম। তারই মাঝে ‘লে ছক্কা’ মুডে ধরা দিলেন সকলে। অবসরে খেলতে শুরু করলেন ক্রিকেট। খেলা দেখতে ভিড় জমালেন স্থানীয় মানুষেরা। ভিডিয়ো শেয়ার করতেই ভাইরাল অভিনেতা।

শেষ হল ‘মিতিন মাসি’র শুট
শেষ হল অরিন্দম শীলের ‘মিতিন মাসি’ ছবির শুটিং। ৪৭ ডিগ্রিতেও থামেনি টিম। জঙ্গলে দাপিয়ে বেড়িয়েছেন কোয়েল মল্লিক। এবার জঙ্গলে মিতিন মাসি। চলতি বছর পুজোতেই মুক্তি পেতে চলেছে কোয়েল মল্লিক অভিনীত এই ছবি। সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস অবলম্বনে তৈরি চরিত্র মিতিন মাসি ফ্র্যাঞ্চাইজ়ির এটি দ্বিতীয় ছবি।

ট্রোল্ড সৌমিতৃষা
চরম ট্রোলের মুখে সৌমিতৃষা কুন্ডু। সদ্য শেষ হয়েছে ‘মিঠাই’ ধারাবাহিক। এবার তাঁর লক্ষ্যে আগামী ছবি ‘প্রধান’। যেখানে দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। খবর সামনে আসামাত্রই চরম ট্রোলের শিকার হতে হয় অভিনেত্রীকে। শুনতে হয়, দেবকে হাত করেই বড় প্রজেক্ট ঝুলিতে। যদিও কটাক্ষ প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি সকলের প্রিয় ‘মিঠাই’।

সম্পর্কে আছেন বিজয়-সামান্থা?
বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা প্রভু ২জনেই একে-অপরকে বেশ পছন্দ করেন। দীর্ঘ দিনের বন্ধু তাঁরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে মাঝেমধ্যেই নজরে আসে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। এবার সামনে এল ডেটিং পোজ়। তবে কি গোপনে সম্পর্কে জড়িয়েছেন তাঁরা, প্রশ্ন এবার ভক্তমহলের।

৩৬-এ সোনাক্ষী
৩৬ বছর পূর্ণ করলেন সোনাক্ষী সিনহা। সকাল থেকেই শুভেচ্ছায় উপচে পড়ছে তাঁর কমেন্ট বক্স। শুভেচ্ছা জানিয়েছেন, তাঁর বাবা অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহাও। শত্রুঘ্ন লেখেন, “কীভাবে সময় চলে গিয়েছে। এই বিশেষ দিনে আমাদের চোখের তারাকে অনেক-অনেক ভালবাসা। তোমার শক্তি, তোমার কৃতিত্বে আমরা গর্বিত, এগিয়ে যাও।”

কে ইলিয়ানার প্রেমিক?
ইলিয়ানা ডিক্রুজ মা হতে চলেছেন, এ খবর এতদিনে সকলেই জেনে গিয়েছেন। নেটিজেনদের একটা বড় অংশের কটাক্ষ, তাঁর সন্তানের বাবা কে? সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। একটি পুরুষের হাত স্পর্শ করে রয়েছে এক নারীর হাতকে। দু’জনের হাতেই আংটি। ইনিই কি তবে ইলিয়ানার প্রেমিক, তাঁর সন্তানের বাবা? উঠছে প্রশ্ন।

আদাহর স্ট্রাগল
১৬ ডিগ্রিতে টানা শুট, ফেটে গিয়েছে ঠোঁট, ক্ষতবিজ্ঞত মুখ। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির শুট করতে গিয়ে কঠিন পরিশ্রম করেছেন অভিনেত্রী। নিজেই শেয়ার করলেন সেই ভয়ানক ছবি। টানা ৪০ ঘণ্টা জল পান করেননি। সেই সকল পরিশ্রমই আজ সার্থক, গর্বের পোস্ট অভিনেত্রীর।