Britain: সাবধান ডেটিং অ্যাপে ভূত
ব্রিটিশ নাগরিক ডেরেক দু'বছর আগে ক্যান্সারে স্ত্রী অ্যালিসনকে হারান। তিনি আবার প্রেম খুঁজতে ডেটিং অ্যাপে যোগ দেন। সেখানে তাঁর মৃতা স্ত্রীর প্রোফাইল দেখে তিনি চমকে ওঠেন। প্রোফাইলটিতে অ্যালিসনের এমন কিছু ছবি ছিল যা ডেরেক আগে কখনও দেখেননি।
ব্রিটিশ নাগরিক ডেরেক দু’বছর আগে ক্যান্সারে স্ত্রী অ্যালিসনকে হারান। তিনি আবার প্রেম খুঁজতে ডেটিং অ্যাপে যোগ দেন। সেখানে তাঁর মৃতা স্ত্রীর প্রোফাইল দেখে তিনি চমকে ওঠেন। প্রোফাইলটিতে অ্যালিসনের এমন কিছু ছবি ছিল যা ডেরেক আগে কখনও দেখেননি। অ্যালিসনের মৃত্যুর আগেই এই প্রোফাইল তৈরি কিনা তা নিশ্চিত করতে তিনি যোগাযোগ করেন। প্রোফাইলটি থেকে অ্যালিসনের বার্তা আসে। লেখা- বড্ড তাড়াতাড়ি ডেট করছ ডেরি। লেখা- তিনি ডেরেককে মিস করছেন। তাঁকে ফিরে পেতে তাঁর বাড়ির বাইরে এসেছেন। ডেরেক ভয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়েন। তিনি অনুভব করেন কেউ যেন তাঁর ঘরে ঢুকেছে। তিনি অ্যালিসনকে বলেন। তিনি তাকে ভালোবাসেন, কিন্তু এগিয়ে চলতে চান। ডেরেক বলেন এরপর কেউ যেন কেউ ঘর থেকে বেরিয়ে যায়। তিনি দরজা খুলে দেখেন কেউ নেই। সোশ্যাল মিডিয়ায় ডেরেকের গল্প ভাইরাল। হ্যালোউইনের মরসুমে এই গল্প রোমাঞ্চ তৈরি করেছে। ডেরেক এখনও জানেন না যে প্রোফাইলটি কার।

