Bhutan Travels: অর্ধেক খরচে ভুটানে!

অর্ধেক খরচে ভুটানে! অতিমারির পরে ভুটান বেড়ানোর দৈনিক ফি ৬৫ ডলার থেক ২০০ ডলার করে ভুটান। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্যই নাকি এমন করা হয়। এতে প্রভাব পড়ে পর্যটনে। গত জানুয়ারি থেকে ৫৬ হাজার বিদেশি পর্যটক ভুটানে গেছেন। এর মধ্যে ৪২ হাজার ভারতীয়।

Bhutan Travels: অর্ধেক খরচে ভুটানে!
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 6:22 PM

অর্ধেক খরচে ভুটানে! অতিমারির পরে ভুটান বেড়ানোর দৈনিক ফি ৬৫ ডলার থেক ২০০ ডলার করে ভুটান। সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্যই নাকি এমন করা হয়। এতে প্রভাব পড়ে পর্যটনে। গত জানুয়ারি থেকে ৫৬ হাজার বিদেশি পর্যটক ভুটানে গেছেন। এর মধ্যে ৪২ হাজার ভারতীয়। এবার দৈনিক ফি ১০০ ডলার করার সিদ্ধান্ত নিল ভুটান সরকার। গত জুনে পর্যটনের হাল ফেরাতে নীতি নেয় ভুটান। সেই নীতিতে ৮ দিনের জন্য গেলে ৪ দিনের ফি দিলেই হত। যারা ১২ দিনের দিলে সারা মাসের কর মুকুব। তাতেও কাজ হচ্ছিল না বলেই এই সিদ্ধান্ত মত বিশেষজ্ঞদের। ভুটানের পর্যটন প্রধান দরজি ধ্রাদুলের মতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সর্বাধিক টুরিস্ট ভুটানে আসেন। ওই ৪ মাস ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে ভুটান গ্লোবাল টুরিস্ট টানতে চায়। নতুন ফি স্ট্রাকচারে বাড়বে পর্যটক আশা পর্যটন প্রধানের। এই ফিয়ের আওতায় থাকা-খাওয়ার খরচ, ঘোরা, গাইড, নন অ্যালকোহলিক পানীয়, এন্ট্রি ফি, পর্যটন শুল্ক ও ভিসা। ভারত, বাংলাদেশ ও মালদ্বীপের বাসিন্দাদের ভিসা লাগে না ভুটানে।

Follow Us: