ট্রাকে চড়েছে বড়-বড় নারকেল গাছ। চলল কোথায় তারা?
ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার গাছ প্রতিস্থাপন করবে প্ল্যাটিনাম গ্রিন সিটি নিউটাউন।
ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত প্রায় চার হাজার গাছ প্রতিস্থাপন করবে প্ল্যাটিনাম গ্রিন সিটি নিউটাউন(Newtown)। বনবিভাগ আর উদ্ভিদ বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে স্থায়ী কমিটি। সেই কারণেই বড়-বড় নারকেল গাছ ট্রাকে করে চলল রাজপথ ধরে। আর সেই ট্রাকের পিছু নিলেন TV9 Bangla ডিজিটালের সাংবাদিক নন্দন পাল।
Latest Videos