Debangshu Bhattacharya: ‘খালি পাঁজিতেই লেখা নেই’, ২১ জুলাই নিয়ে বড় কথা দেবাংশুর
কলকাতা শহর জুড়ে এখন শুধুই একুশের আবহ। রাত পেরোলেই সোমবার, ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল সভামঞ্চ। ‘অমর একুশে জুলাই’-এর ডাক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধর্মতলা চলো’ কর্মসূচি। প্রধান বক্তা থাকছেন মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তার স্বার্থে মঞ্চের চারপাশ ঘেরা হয়েছে গার্ডরেল দিয়ে, […]
কলকাতা শহর জুড়ে এখন শুধুই একুশের আবহ। রাত পেরোলেই সোমবার, ২১ জুলাই—তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ দিবস। আর সেই উপলক্ষে ধর্মতলায় তৈরি হচ্ছে বিশাল সভামঞ্চ। ‘অমর একুশে জুলাই’-এর ডাক দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘ধর্মতলা চলো’ কর্মসূচি। প্রধান বক্তা থাকছেন মুখ্যমন্ত্রী ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিরাপত্তার স্বার্থে মঞ্চের চারপাশ ঘেরা হয়েছে গার্ডরেল দিয়ে, বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। দূরে থাকা কর্মীদের জন্য রাখা হয়েছে বড় এলইডি স্ক্রিন, যাতে বক্তৃতা স্পষ্ট শোনা ও দেখা যায়। ধর্মতলা চত্বরে মাইক বসানো হয়েছে বহু দূর পর্যন্ত আওয়াজ পৌঁছনোর জন্য।
সমস্ত রাস্তাজুড়ে পোস্টার, ব্যানার আর পতাকায় ভরে উঠেছে শহর। ইতিমধ্যেই হাজার হাজার কর্মী-সমর্থক ঢুকে পড়েছে কলকাতায়। সোমবার সকাল থেকে শহরের নজর থাকবে একটাই দিকে—ধর্মতলা, যেখানে আবেগ আর বার্তা মিলিয়ে তৈরি হবে রাজনৈতিক মোড়। এবিষয়ে কী বলছেন দেবাংশু ভট্টাচার্য? দেখুন ভিডিয়ো
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না

