সর্বকনিষ্ঠ বিধায়ক হবেন এই মেয়ে, চেনেন একে?
Bihar Assembly Election 2025: জয় নিশ্চিত তাঁর। খবর পেয়েই মৈথিলী বললেন, গান-রেওয়াজ আমার জীবনের অংশ। সেটা থাকবেই। এবার আমি মানুষদেরও সেবা করব। যদি প্রথম থেকেই ভাবি যে আমি মন্ত্রী হব, তাহলে মানুষের সেবা কী করব?
বিহারের ভোটে এবার তারকা প্রার্থী মৈথিলী ঠাকুর। এতদিন ভজন, ভক্তিগীতি গেয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন তিনি। এবার রাজনীতিতে মন জয়ের পালা। আলিনগর থেকে ভোটে লড়েছেন, আর প্রথম পরীক্ষাতেই উত্তীর্ণ মৈথিলী। জয় নিশ্চিত তাঁর। তিনি সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন। খবর পেয়েই মৈথিলী বললেন, গান-রেওয়াজ আমার জীবনের অংশ। সেটা থাকবেই। এবার আমি মানুষদেরও সেবা করব। যদি প্রথম থেকেই ভাবি যে আমি মন্ত্রী হব, তাহলে মানুষের সেবা কী করব? আমি সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই। প্রতিটি গ্রামে গিয়ে আমি যে সাধারণ মানুষদের সমস্যার কথা লিখেছি আমার ডায়েরিতে, সেটা মেইনটেইন করতে চাই।
