AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: প্রাইভেট জেটে মুকেশ আম্বানির ছোট ছেলের ভিডিয়ো ভাইরাল

Viral Video: প্রাইভেট জেটে মুকেশ আম্বানির ছোট ছেলের ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Mar 03, 2023 | 5:10 PM

Share

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রাইভেট জেটে তাঁর কোম্পানির এক কর্মীর জন্মদিন উদযাপন করছেন অনন্ত।ডিরেক্টর তাঁর কর্মীর জন্মদিনে প্রাইভেট জেটে বার্থ ডে কেক নিয়ে এসে তাঁকে সারপ্রাইজ় দেন

বিলিয়নেয়ার মুকেশ আম্বানির ছোট ছেলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে।অনন্ত আম্বানি, যিনি সম্প্রতি বিয়ে করেছেন, এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেডের এনার্জি বিজ়নেসের প্রধান।ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রাইভেট জেটে তাঁর কোম্পানির এক কর্মীর জন্মদিন উদযাপন করছেন অনন্ত।ডিরেক্টর তাঁর কর্মীর জন্মদিনে প্রাইভেট জেটে বার্থ ডে কেক নিয়ে এসে তাঁকে সারপ্রাইজ় দেন।পাটিয়ালা পলিটিক্স নামক একটি নিউজ় ওয়েবসাইট এই ভিডিয়োটি সর্বপ্রথম শেয়ার করে।সেখানেই জুনিয়র আম্বানিকে দেখা গিয়েছে, কোম্পানির কর্মীদের সঙ্গে উল্লাস করতে।ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘বার্থডে বাম্পস’।অনন্তের সংস্থার ওই কর্মী যেন ভাবতেই পারেননি।তাঁর জন্মদিনে খোদ মালিক যে এভাবে সেলিব্রেট করবেন, তা যেন স্বপ্নের মতোই ছিল।কেকটা কাটার আগে অভিভূত ওই কর্মচারী অনন্তের পা ছুয়ে প্রণাম করেন।কেক কাটার পরে রিলায়েন্স এনার্জির টপ বস তাঁর কর্মীকে চামচে করে কেকও খাইয়ে দেন।ভিডিয়োতে দেখা গিয়েছে, বার্থ ডে কেকটি চকলেট ও ওয়েফার স্টিকে ভর্তি ছিল।ইনস্টাগ্রামের এই ভিডিয়োটি নেটিজ়েনদের খুব পছন্দ হয়েছে।তাঁদের কেউ বলেছেন, ‘শুধু টাকা থাকলেই হয় না,মনও বড় হতে হয়’।কেউ আবার এ-ও বলেছেন, ‘সব অফিসের বসরা যদি এরকম হতেন, তাহলে তো ভালই হত’।