AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইকো সিস্টেমের বায়ো-ইন্ডিকেটর প্রজাপতি, কীভাবে বাঁচবে এরা?

aryama das

|

Updated on: Mar 14, 2021 | 7:24 PM

Share

গবেষকরা বলছেন ভবিষ্যতের প্রশ্নে মারাত্মক স্বার্থপর হতে হবে আমাদের।

আমাদের ইকো সিস্টেমের একটি বায়ো-ইন্ডিকেটর প্রজাতির পতঙ্গ প্রজাপতি। পরিবেশের বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সামান্য পরিবর্তন প্রজাপতির ব্যবহারে বদল আনে। তাই বিজ্ঞানীরা একটি অঞ্চলের প্রজাপতি দেখে সেই অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর চরিত্র ও তার বদল সহজেই আন্দাজ করতে পারেন। তাই জরুরি প্রজাপতি সম্পর্কে জ্ঞান এবং প্রজাপতির সংরক্ষন। একদিকে অবাধ নগরায়নের ফলে প্রতিদিন কমছে প্রজাপতির প্রাকৃতিক বাসস্থান। অন্যদিকে চাষের জমিতে চাষের জমিতে ফলন বাড়ানোর জন্য রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার প্রজাপতিদের বেঁচে থাকার পথে বাধা হয়ে উঠছে। সাধারণ মানুষের মধ্যে প্রজাপতি সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে এবং ছোটদের মধ্যে প্রজাপতি সম্পর্কে ভালবাসা গড়ে তোলবার লক্ষ্যে নিউ টাউনের ইকো পার্কে গড়ে উঠেছে একটি প্রজাপতি বাগান। রয়েছে ওই বাগান সংলগ্ন একটি পরীক্ষাগারও।

আমাদের সাহিত্যে প্রজাপতির প্রজাপতির টুকটুকে লাল নীল ঝিলমিল আঁকাবাঁকা পাখা। আমাদের অনুস্টুপ ছন্দের মন্ত্রে প্রজাপতি ঋষির অবাধ যাতায়াত। অথচ আমাদের জীবন যাপনে নেই এই সুন্দর পতঙ্গটিকে নিয়ে সামান্যও মাথাব্যথা। সংরক্ষনকর্মী ও প্রকৃতিপ্রেমিকরা কিন্তু বলছেন শিশুদের আগ্রহী করতে পারলেই হয়ে যাবে অনেকটা কাজ। তাই পূর্ণাঙ্গ প্রজাপতি ওড়ানো , সেলফি কিয়স্ক আর প্রজাপতি নিয়ে ভিডিও শো এর আয়োজন করছে ইকো পার্কের প্রজাপতি বাগান। আর গবেষকরা বলছেন ভবিষ্যতের প্রশ্নে মারাত্মক স্বার্থপর হতে হবে আমাদের। যাতে আমাদের অক্সিজেনের ভান্ডার ,আমাদের জলের যোগান , পৃথিবীর উষ্ণতা, আমাদের খাদ্যের ভান্ডার ঠিকঠাক থাকে। তাই বাঁচাতেই হবে প্রজাপতি। তাই বাঁচাতেই হবে এই প্রকৃতিটাকে।

Published on: Mar 14, 2021 07:18 PM