Bipasha Basu Gossips: কেন বডি শেমিং এর শিকার বিপাশা?
সম্প্রতি মা হয়েছেন বিপাশা বসু। তাঁর কন্য দেবীই এখন তাঁর ধ্যানজ্ঞান। কিছুদিন তাই ছুটি নিয়েছেন অভিনয় থেকে। পোস্ট পার্টাম ফ্যাটের কারণে এখন কিছুটা স্থুলতা এসেছে মা বিপ্সের। জিমে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রাখতে যাচ্ছিলেন বিপাশা।
সম্প্রতি মা হয়েছেন বিপাশা বসু। তাঁর কন্য দেবীই এখন তাঁর ধ্যানজ্ঞান। কিছুদিন তাই ছুটি নিয়েছেন অভিনয় থেকে। পোস্ট পার্টাম ফ্যাটের কারণে এখন কিছুটা স্থুলতা এসেছে মা বিপ্সের। জিমে ঘাম ঝরিয়ে নিজেকে ফিট রাখতে যাচ্ছিলেন বিপাশা। এমন সময়ে পাপারাৎজিরা লেন্স তাক করে তাঁর দিকে। তিনি প্রথমে মুখ আড়াল করে নেন।
তারপর পাপারাৎজিদের উদ্দেশ্য করে বলেন ‘আরে ভাই ওজনটা আগে কমাতে দিন’ তারপর ছবি তুলবেন। মেয়ে দেবী হওয়ার পর থেকে ওজন বৃদ্ধি নিয়ে নেটিজেনদের কটাক্ষের নিশানায় বিপাশা। যদিও তাতে দমবার পাত্রী নন অভিনেত্রী। মেয়ের চিন্তাতেই এখন মশগুল মা বিপাশা। ঘুমে জাগরণে এখন বিপাশার প্রাথমিক গুরুত্ব কন্যা দেবী। কোথাও গেলে ভাবেন কখন ফিরে এসে মেয়ের মুখটা দেখবেন। গুরুত্ব তালিকায় ২য় জায়গায় তিনি নিজে আর স্বামী করণ সিং গ্রোভার রয়েছেন তৃতীয় স্থানে ।
Latest Videos