Mahua Moitra: মহুয়ার পাশে শতাব্দী
বীরভূম, তারাপীঠ- মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আজ তারাপীঠে দলের বিজয়া সম্মিলনে যোগ দিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় মহুয়া মৈত্র সম্পর্কে সেখানে তিনি বলেন এথিক্স কমিটির একটি বাউন্ডারি থাকা উচিৎ।
বীরভূম, তারাপীঠ- মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। আজ তারাপীঠে দলের বিজয়া সম্মিলনে যোগ দিয়েছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় মহুয়া মৈত্র সম্পর্কে সেখানে তিনি বলেন এথিক্স কমিটির একটি বাউন্ডারি থাকা উচিৎ। এবং এথিক্স কমিটির যে নিয়ম দেখাচ্ছে তা সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিৎ৷
মহুয়া বিভিন্ন সময় নানান বিষয় নিয়ে মুখ খুলে থাকেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন সে কারণেই তাকে অ্যাটাক করা হচ্ছে এইভাবে । আমার বিশ্বাস সে খুবই স্মার্ট এবং শক্ত মেয়ে সমস্ত বিষয়কে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। মন্তব্য বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের।
সাংসদ মহুয়া মৈত্রর গতকাল এথিকস প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। এবং তিনি মাঝপথে বেড়িয়ে আসেন। আজ অবশ্য মহুয়াকে কিছুটা হলেও সমর্থন করলেন সাংসদ শতাব্দী রায়।
Latest Videos