Birbhum News: হু হু করে ঢুকছে জল
আজও জলবন্দি বীরভূমের নলহাটির বেশ কয়েকটি গ্রাম। জলের তোড়ে বাঁধ ভেঙে যায় ব্রাহ্মণী নদীর। বাঁধের সেই ভাঙ্গা অংশ দিয়ে অনবরত হুরহুর করে জল ঢুকে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু রাস্তা।
আজও জলবন্দি বীরভূমের নলহাটির বেশ কয়েকটি গ্রাম। জলের তোড়ে বাঁধ ভেঙে যায় ব্রাহ্মণী নদীর। বাঁধের সেই ভাঙ্গা অংশ দিয়ে অনবরত হুরহুর করে জল ঢুকে পড়ায় বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু রাস্তা। যদিও জরুরী ভিত্তিতে যাতায়াতের জন্য এলাকায় নামানো হয়েছে নৌকা। প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ডে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে শনিবার ব্রাহ্মণী নদীর জলস্তর বেড়ে গিয়েছে। সেই কারনে ব্রাহ্মণী নদীর উপর থাকা বৈধড়া জলাধার থেকে দফায় দফায় ছাড়া হয়েছে জল।
সেই জল ছাড়ার কারনে বীরভূমের নলহাটি ২নম্বর ব্লকের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের বারুণীঘাটা ও প্রসাদপুর গ্রামের কাছে ভেঙ্গে যায় ব্রাহ্মণী নদীর উপর প্রায় ৫০ ফুট নদী বাঁধ। সেই নদী বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে জল ঢুকছে শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে। কোমড় পর্যন্ত জল জমে বন্ধ হয়ে গিয়েছে যাতায়াতের রাস্তা। নলহাটি ২ নম্বর ব্লকের গোপালচক থেকে কামালপুর, টিঠি ডাঙ্গা, সাহেবনগর সহ মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি গ্রামে যাতায়াতের রাস্তায় জল জমে যাওয়ায় গ্রাম গুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকায় নামানো হয়েছে নৌকা। বাসিন্দাদের দাবী এলাকায় একটি সেতু নির্মাণ করা হোক। তাহলে জলবন্দির হাত থেকে রক্ষা পাবে বন্যা কবলিত এলাকায় বাসিন্দারা।