বিজেপির BLA-র সঙ্গে এটা কী করল তৃণমূল!
BLA Attacked: মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ-২ নিবাস দাসের গলায় জুতোর মালা পরানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে বিজেপি। জুতোর মালা নিয়েই নিবাস দাস মহকুমা শাসকের দফতরের সামনে যান।
বিজেপি বিএলএ (BLA)-কে পরানো হল জুতার মালা। এসআইআর শুরু হতেই অশান্তি। মাথাভাঙা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায় বিজেপির বিএলএ-২ নিবাস দাসের গলায় জুতোর মালা পরানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছে বিজেপি। জুতোর মালা নিয়েই নিবাস দাস মহকুমা শাসকের দফতরের সামনে যান। বিজেপির তরফে জানানো হয়েছে, মহকুমা শাসককে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলন করবেন তারা।
