BJP Candidate List: প্রার্থী তালিকায় নাম নেই মিঠুন চক্রবর্তীর
বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) ঘোষণা। নাম নেই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)।
বিজেপির প্রার্থী তালিকা (BJP Candidate List) ঘোষণা। নাম নেই মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। মহাতারকার বিজেপিতে যোগদানের পর থেকেই জল্পনা ছিল, তিনি একুশের বিধানসভা নির্বাচনে পদ্মপ্রার্থী হতে পারেন। তবে এখনও পর্যন্ত তা হল না। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম দফার যে তালিকা বিজেপি মঙ্গলবার ঘোষণা করেছে, সেখানে নাম নেই মিঠুন চক্রবর্তীর। উল্লেখযোগ্যভাবে বদল করা হল চৌরঙ্গী এবং কাশীপুর-বেলগাছিয়ার প্রার্থীকেও। বনগাঁ থেকে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাসকে। মতুয়া ভোটের কথা মাথায় রেখে প্রার্থী করা হয়েছে ঠাকুর পরিবারের সদস্য সুব্রতকেও (Subrata Thakur)।
[embedyt] &width=450&height=253[/embedyt]
Published on: Mar 23, 2021 02:10 PM
Latest Videos