Arambagh News: বেআইনি নির্মাণেও গোষ্ঠীদ্বন্ধ!
বেআইনি কমার্শিয়াল কনস্ট্রাকশনকে কেন্দ্র করে প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানের দ্বন্দ্ব। কনস্ট্রাকশন বন্ধের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ আরামবাগে। বিজেপি কাউন্সিলরের দাবি দুর্নীতির টাকার রফার জন্য প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের গোষ্ঠীদ্বন্দ্ব।
আরামবাগ-চাঁপাডাঙ্গা-কলকাতা রাজ্য সড়কের একেবারে পাশে ব্যবসায়িক বহুতল নিমার্ণকে কেন্দ্র করে পুরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারির সাথে প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর স্বপন নন্দীর দ্বন্দে একে বারে প্রকাশ্যে। উল্লেখ্য এই বহুতল বাড়িটি নির্মান করছেন পুরসভারই ইঞ্জিনিয়ার ও প্রমোটার সুকুমার কুন্ডু। সম্পূর্ণ বেআইনি ভাবে এই বাড়িটি নির্মান হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকার সাধারণ মানুষ ও স্বয়ং কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী। পুরসভার আইন মোতাবেক কোন কিছুই মানা হচ্ছে না বলে দাবি করেছেন প্রাক্তন চেয়ারম্যান। আবার সুকুমার কুন্ডু যেহুতু পুরসভারই ইঞ্জিনিয়ার তাই প্রভাব খাটিয়ে তিনি এই বহুতল ভবনটি নির্মান করছেন বলে অভিযোগ। আর এরই প্রতিবাদে এলাকার মানুষজন এই অবৈধ নির্মানের কাজ বন্ধ রাখতে হবে এই দাবি জানিয়ে আরামবাগ- চাঁপাডাঙ্গা-কলকাতা রাজ্য সড়কের ওপরেই বিক্ষোভ শুরু করে দেন। বিক্ষোভকারীদের দাবি আরামবাগ শহর প্রোমশাই সংকীর্ণ হয়ে যাচ্ছে বেআইনিভাবে আরামবাগ- চাপাডাঙ্গা-কলকাতা রাস্তার ধারে বহুতল গড়ে উঠছে। সম্পূর্ণ সরকারি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। অপরদিকে বিষয়টি নিয়ে প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দীও সরাসরি মুখ খুলছেন।তাঁর অভিযোগ, বহুতল নির্মান টি যে হচ্ছে তার কোন দিকেই নিয়ম অনুযায়ী ছাড় নেই। অভিযোগ পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এই বহুতল ভবনটি নির্মানের অনুমতি দিয়েছেন। এদিকে বিজেপির আরামবাগ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ বলেন এটা ওদের দুর্নীতির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে আমাদের কি করার আছে।ওদের দ্বন্দ্ব প্রকাশ্য। যদিও বর্তমান চেয়ারম্যান সমীর ভান্ডারি অবশ্য বলেন,আমার কাছে সমস্ত কাগজ পত্র দিয়েছিলেন।আমাকে আদালত জানতে চেয়েছিলেন। আমি দেখেছি সব কিছুই ঠিক আছে।আমি আদালত কে জানিয়ে দিয়েছি। সব কিছু ঠিক আছে।আমিও বাড়ি তৈরির জন্য অর্ডার দিয়ে দিয়েছি। এখানে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই এটা সম্পত্তি কেনাবেচার লড়াই। স্বপন নন্দী জায়গাটা নিতে চেয়েছিল। এখন বাড়িটাই নিতে চাইছে। ও নাটক করছে। যদিও প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী বেআইনিভাবে যে কনস্ট্রাকশন হচ্ছে তা নিয়ে সরব হয়েছেন। মুখ খুলেছেন বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে।