Alipurduar News: ইন্ডিয়া ‘ভাঙল’ আলিপুরদুয়ারে
নির্দল,সিপিএম কে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বিজেপি এবং সিপি আই এম, নির্দল কে সঙ্গে নিয়ে একই ভাবে একছাতার তলায় এসে শাসকদল তৃণমূলকে হঠিয়ে বোর্ড গঠন করল বিজেপি।
নির্দল,সিপিএম কে সঙ্গে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বিজেপি এবং সিপি আই এম, নির্দল কে সঙ্গে নিয়ে একই ভাবে একছাতার তলায় এসে শাসকদল তৃণমূলকে হঠিয়ে বোর্ড গঠন করল বিজেপি। ঘটনা আলিপুরদুয়ারের মাদারীহাট ব্লকের রাঙ্গালীবাজনা গ্রামপঞ্চায়েতে। এদিন বোর্ড গঠনে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মত। রাজ্য রাজনীতিতে এবার বিজেপি ও সিপি আই এম এক ছাতার তলায়। এখানে উল্লেখ্য রাঙ্গালীবাজনা গ্রামপঞ্চায়েতে ২৩ টি আসন। তৃণমূল ১০ টি,বিজেপি ১০ টি,সিপি আই এম ২ টি এবং নির্দল ১ টি নির্দল। আজ বোর্ড গঠনে ভেতরে যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। বোর্ড গঠন হতেই লেগে চার ঘন্টা। প্রধান নির্বাচিত হন নির্দলের বাবলী রুসদা এবং উপপ্রধান হন বিজেপির তনুশ্রী বর্মন। এদিন বোর্ড গঠনের পর নব নির্বাচিত পঞ্চায়েত সদস্য দের নিয়ে বিজয় মিছিলে অংশ নেন বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞা। বিধায়ক মনোজ টিজ্ঞা বলেন,মানুষ টি এমসি র বিরুদ্ধে ভোট দিয়েছে। গত পাঁচ বছরে ওরা কিছু করেনি। আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করেছি। তাকে প্রধান করা হয়েছে।অনেক প্রলোভন, ভয় দেখিয়েছে। কিন্তু সাধারন মানুষ চাইছে তৃনমূল কে সরাতে। বিজেপি কে সঙ্গে নিয়ে বোর্ড? এ প্রশ্নে সিপি আই এম শাখা সম্পাদক নান্টু সূত্রধর বলেন আমরা বিজেপি তৃনমূল থেকে সমদূরত্ব বজায় রাখি। আমরা নির্দল প্রার্থীর নাম প্রধানের জন্য সমর্থন করেছি। এদিন বিজয় মিছিলে দেখা গেল সিপিএম বিজেপি নির্দলের পতাকা একসঙ্গে।
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

