Gobardanga BJP Protest: নোংরা জলে কেন স্নান বিজেপি নেতার?

Gobardanga BJP Protest: নোংরা জলে কেন স্নান বিজেপি নেতার?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Sep 26, 2023 | 6:08 PM

উত্তর 24 পরগনা জুড়ে যখন ডেঙ্গু আতঙ্ক, ঠিক তখনই গোবরডাঙ্গা পৌরসভার দু'নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লী এলাকায় দেখা গেল জমা জলে জেরবার প্রায় 40 টি পরিবার। এলাকায় বাড়ছে মশার উপদ্রব - ইতিমধ্যেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের।

উত্তর 24 পরগনা জুড়ে যখন ডেঙ্গু আতঙ্ক, ঠিক তখনই গোবরডাঙ্গা পৌরসভার দু’নম্বর ওয়ার্ডের রবীন্দ্র পল্লী এলাকায় দেখা গেল জমা জলে জেরবার প্রায় 40 টি পরিবার। এলাকায় বাড়ছে মশার উপদ্রব – ইতিমধ্যেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকায় অনেকেরই জ্বর রয়েছে। জল যন্ত্রণা থেকে স্থানীয়রা কিভাবে মুক্তি পাবেন তার উত্তর অজানা। কাউন্সিলর থেকে পৌর প্রতিনিধি কারোরই দেখা মিলছে না জলমগ্ন এলাকায়।

এমনকি মশার স্প্রেও করা হচ্ছে না এমনটাও অভিযোগ জানিয়েছেন জল যন্ত্রণার মধ্যে থাকা স্থানীয় মানুষজন। এই ওয়ার্ডের প্রাক্তন সিপিএম কাউন্সিলর জানিয়েছেন এলাকায় প্রোমোটার রাজ বেড়েছে জমি ভরাট হচ্ছে যার ফলে এই পরিস্থিতি। পাশাপাশি স্থানীয় বিজেপির স্থানীয় নেতৃত্ব জানিয়েছে এলাকায় বেড়েছে জমি ভরাটের সংখ্যা যার ফলে ১-২ দুদিনের বৃষ্টিতে এই পরিস্থিতিতে পড়ছে সাধারণ মানুষ।