‘ভুলিয়ে-ভালিয়ে মেসিকে তৃণমূলে জয়েন করাত’, বোমা ফাটালেন দিলীপ ঘোষ
Lionel Messi: দিলীপ ঘোষ আবার চেনা ফর্মে। মেসির সফর নিয়ে তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ। দিলীপ ঘোষ বললেন, "বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে, ভোটার আনতে হচ্ছে, কিন্তু উনি বুঝে গিয়েছেন যে এসআইআর হচ্ছে, ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে।"
দিলীপ ঘোষ আবার চেনা ফর্মে। মেসির সফর নিয়ে তৃণমূল কংগ্রেসকে চরম কটাক্ষ। দিলীপ ঘোষ বললেন, “বাংলাদেশ থেকে আর্টিস্ট আনতে হচ্ছে, ভোটার আনতে হচ্ছে, কিন্তু উনি বুঝে গিয়েছেন যে এসআইআর হচ্ছে, ৫৮ লক্ষের নাম বাদ পড়েছে। ভোটারও নেই, এবার ভোটে জিতবেন কী করে? তাই বাংলাদেশের উপরে ভরসা না করে চলে গিয়েছেন আর্জেন্টিনা। ওখান থেকে লিওনেল মেসিকে এনেছিলেন তৃণমূলে যোগদান করাবেন বলে। ভাগ্য ভাল সেদিন গণ্ডগোল হয়ে গেল, নাহলে ওঁ জানতেই পারত না ওঁর হাতে টিএমসির ঝান্ডা ধরিয়ে দিত। বেঁচে গিয়েছে মেসি খুব জোর, যেভাবে তাঁর বিধায়ক, নেতা-মন্ত্রী, সেলিব্রেটিরা মেসিকে কোলে নিয়ে ঘুরছিল, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছিল জয়েন করাতে। বাংলা বুঝতে পারে না তো।”
