AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'বিহারের পর বাংলা...', গিরিরাজের বড় হুঙ্কার

‘বিহারের পর বাংলা…’, গিরিরাজের বড় হুঙ্কার

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 15, 2025 | 2:49 PM

Share

Bihar Assembly Election Results 2025: ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ-এলজেপি-আরএলএম জোট ২০২টি আসনে জয়ী হয়েছে। বিরোধী মহাগঠবন্ধন জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। অন্যান্য দলের ঝুলিতে গিয়েছে ৬টি আসন। বিহারে এমন ফল চমকপ্রদ।

বিহারে বিশাল জয় এনডিএ-র। একদিকে যেমন বিপুল ভোট পেয়েছে নীতীশ কুমারের জেডিইউ, তেমনই রেকর্ড ভোট পেয়েছে বিজেপি। বিহারের পর এবার পশ্চিমবঙ্গের পালা। এমনটাই বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন, “বিহারের পর এবার বাংলার পালা। আমরা বাংলাতেও সরকার তৈরি করব। ওখানকার সরকার অরাজকতায় পরিপূর্ণ।”

প্রসঙ্গত, ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি-জেডিইউ-এলজেপি-আরএলএম জোট ২০২টি আসনে জয়ী হয়েছে। বিরোধী মহাগঠবন্ধন জোট পেয়েছে মাত্র ৩৫টি আসন। অন্যান্য দলের ঝুলিতে গিয়েছে ৬টি আসন।

Published on: Nov 15, 2025 02:49 PM