Sukanta Majumdar: ‘আর যাঁরা হিন্দু উদ্বাস্তু..আমার মতো…’, বলেই কী বললেন সুকান্ত?
"তিনি যদি মুসলিম অনুপ্রবেশকারী হন তাহলে তাঁর ভোট দেওয়ার অধিকার নেই। আমরা দিতে দেব না। তাঁদের বাধা দেব। আর যাঁরা হিন্দু উদ্বাস্তু..আমার মতো। তৃণমূল এদের অনেক কিছু বোঝাবে। তবে আইন শুনে নিন। আইন বুঝে নিন। ভারতবর্ষ ফরেনার অ্যাক্টে পরিবর্তন করেছে।"
নদিয়ার কৃষ্ণনগরে পরিবর্তন সংকল্প সভা করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “ভারতের নাগরিকদের অধিকার আছে সে হিন্দু হোক বা মুসলমান হোক দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে হবে সেটা ঠিক করার। তবে ভারতের কেউ যদি ভারতের নাগরিক না হন, তিনি যদি মুসলিম অনুপ্রবেশকারী হন তাহলে তাঁর ভোট দেওয়ার অধিকার নেই। আমরা দিতে দেব না। তাঁদের বাধা দেব। আর যাঁরা হিন্দু উদ্বাস্তু..আমার মতো। তৃণমূল এদের অনেক কিছু বোঝাবে। তবে আইন শুনে নিন। আইন বুঝে নিন। ভারতবর্ষ ফরেনার অ্যাক্টে পরিবর্তন করেছে।”
Latest Videos
'আর যাঁরা হিন্দু উদ্বাস্তু..আমার মতো...', বলেই কী বললেন সুকান্ত?
'বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো...', বলেই অভিষেক কী বললেন?
'চেয়ারের মর্যাদা রক্ষা করুন', নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা
বাবা-মেয়ের বয়সের পার্থক্য ৫০ বছর, আবার রাকিবার বাবা ১৫ বছরের বড়!

