AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জেলেও জীবনকৃষ্ণের এত প্রতিপত্তি? শুভেন্দুর কথায় অবাক হয়ে যাবেন...

জেলেও জীবনকৃষ্ণের এত প্রতিপত্তি? শুভেন্দুর কথায় অবাক হয়ে যাবেন…

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Nov 17, 2025 | 6:35 AM

Share

Suvendu Adhikari: SSC পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা, তাও আবার জেলে বসেই! বিস্ফোরক দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন,  “নতুন এই পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জেলে ফোন ব্যবহার করেছেন।"

SSC পরীক্ষায় প্রভাব খাটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা, তাও আবার জেলে বসেই! বিস্ফোরক দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন,  “নতুন এই পরীক্ষার রেজাল্টেও প্রভাব খাঁটিয়েছেন জীবনকৃষ্ণ সাহা। জেলে ফোন ব্যবহার করেছেন। জেলে গেলে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। এই পার্থ-জীবনের মতো লোকজনকে ইডি ধরে পাঁচদিন পিসিতে রাখছে। তারপর তো জেলে পাঠাতে হচ্ছে। সেখানে ফাইভ স্টার ব্যবস্থা। গরমকালে এসি। শীতকালে গরম জল। তৃণমূলের লেভেল হাই চোর হলে পিজির উডবার্ন ওয়ার্ড আছে।”