Basirhat BJP Clash: কার্য্যালয়েই কোন্দল!
বসিরহাটে প্রকাশ্যে বিজেপির দলীয় কোন্দল। অযোগ্য, দুর্নীতিবাজ ও টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে পথে নামলো বিজেপি নেতা, কর্মী ও।সমর্থকরা।
বসিরহাটে প্রকাশ্যে বিজেপির দলীয় কোন্দল। অযোগ্য, দুর্নীতিবাজ ও টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে পথে নামলো বিজেপি নেতা, কর্মী ও।সমর্থকরা। বুধবার দুপুরে বসিরহাট টাউন হল মাঠ থেকে মিছিল করে বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার মূল কার্য্যালয়ে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করেন। তাদের অভিযোগ, বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ প্রোমোটার চক্রের সঙ্গে যুক্ত। পার্টির টাকা নয় ছয় করে আত্মসাৎ করেছেন। এমনকি তৃণমূলের একটি গোষ্ঠীর সঙ্গে অশুভ আঁতাত করে দলকে কালিমালিপ্ত করছেন। আমরা এই ধরনের সভাপতির অপসারণের দাবি করছি। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি হাজারী লাল সরকার ও দীপক দেরা জানান, ইতিমধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বিস্তারিত চিঠি লিখে জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বকেও জানানো হয়েছে। ঘটনাটি একপ্রকার মেনে নিয়ে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, “অপসারণের ক্ষমতা একমাত্র রাজ্যের রয়েছে। তারা রাজ্য দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাক। কে বা কারা বিক্ষোভ দেখাচ্ছে আমার জানা নেই।” বিষয়টিকে কটাক্ষ করে উত্তর ২৪ পরগণার তৃণমূলের এসটি-এসসি-ওবিসি সেলের সহ-সভাপতি অরিন্দম গোলদার বলেন, “বসিরহাটের মানুষ তাপস ঘোষকে চেনেন না। কোনো ওয়ার্ডেই তার যোগাযোগ নেই। পাশাপাশি তিনি দুর্নীতিতে ভরে গিয়েছেন। এদের ভোট এলেই দেখা যায়, তাছাড়া দেখা যায় না। দুর্নীতি করলে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত।”
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার

