বিজেপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ, নিজের বাড়ির সামনে তৃণমূলকে নিয়ে কী লিখেছিলেন?
'কুকুর হইতে সাবধান'। 'অযথা কলিং বেল বাজাবেন না'। অনেকের বাড়ির সামনে এসব লেখা যায়। কিন্তু, উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভায় এক বিজেপি সমর্থকের বাড়ির সামনে যা লেখা ছিল, তাকে ঘিরে শোরগোল পড়ল। সেখানে লেখা ছিল, 'এই বাড়িতে তৃণমূল নেতা সমর্থকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ তৃণমূল মানেই ধান্দাবাজ, চোর, ধর্ষক বা তাদের সমর্থক।' আর এই পোস্টারের বিরোধিতা করে সরব হয় তৃণমূল। শেষে ওই বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ।ধৃত বিজেপি সমর্থকের নাম শুভম রায়। তাঁর বাড়ি অশোকনগর কল্যাণগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রকেট মোড় এলাকায়।
‘কুকুর হইতে সাবধান’। ‘অযথা কলিং বেল বাজাবেন না’। অনেকের বাড়ির সামনে এসব লেখা যায়। কিন্তু, উত্তর ২৪ পরগনার অশোকনগর কল্যাণগড় পৌরসভায় এক বিজেপি সমর্থকের বাড়ির সামনে যা লেখা ছিল, তাকে ঘিরে শোরগোল পড়ল। সেখানে লেখা ছিল, ‘এই বাড়িতে তৃণমূল নেতা সমর্থকদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কারণ তৃণমূল মানেই ধান্দাবাজ, চোর, ধর্ষক বা তাদের সমর্থক।’ আর এই পোস্টারের বিরোধিতা করে সরব হয় তৃণমূল। শেষে ওই বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিশ।ধৃত বিজেপি সমর্থকের নাম শুভম রায়। তাঁর বাড়ি অশোকনগর কল্যাণগড় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের রকেট মোড় এলাকায়।