TV9 বাংলার প্রয়াসে রক্তদান
করোনা ছাড়াও অন্যান্য রোগ এখনও বর্তমান এবং তার জন্য প্রায়শই শহরের ও শহরতলির বিভিন্ন হাসপাতালে দরকার হয় রক্তের। মানুষ যদি রক্তদান সম্পর্কে সচেতন না হয়, তাহলে এই অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আসতে বাধ্য।
উত্তর কলকাতা উদয়ের পথে এবং TV9 বাংলার যৌথ প্রয়াস ‘হাল ছেড়ো না বন্ধু’র উদ্যোগে রবিবার একটা অন্যরকম সকাল দেখল হেদুয়া পার্ক। খেলোয়াড়, অভিনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাধারণ মানুষের উপস্থিতিতে ২টি মোবাইল ব্লাড ডোনেশন ভ্যানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অস্থির এই সময়ে বিপন্ন মানুষজনের আরও বেশি বেঁধে-বেঁধে থাকাটাই এখন জরুরি। একই সঙ্গে এই অতিমারি পরিস্থিতিতে করোনা ছাড়াও অন্যান্য রোগ এখনও বর্তমান এবং তার জন্য প্রায়শই শহরের ও শহরতলির বিভিন্ন হাসপাতালে দরকার হয় রক্তের। মানুষ যদি রক্তদান সম্পর্কে সচেতন না হয়, তাহলে এই অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আসতে বাধ্য।
Published on: Jun 08, 2021 07:04 PM
Latest Videos