SIR-র শেষ পর্যায়ে হঠাৎ ইস্তফার হিড়িক BLO-দের, কেন?
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলও-দের মধ্যে অসন্তোষ বাড়ছে। শনিবারই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে প্রায় ২০০ জন বিএলও পেন ডাউন করেছেন। অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিলেন। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশিকার জেরে তাঁদের হয়রানি ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বিএলও-রা বিডিও দফতরের সামনে গেট আটকে বিক্ষোভও দেখান। বিএলও-দের দাবি, নতুন নতুন নির্দেশিকায় দিশেহারা তাঁরা। কাজ করতে সমস্যা হচ্ছে। এর আগে গতকাল উত্তর ২৪ পরগনারই স্বরূপনগরে ৫৩ জন বিএলও গণইস্তফা দেন। জেলায় জেলায় বিএলও-দের অসন্তোষ বাড়ছে। মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থা হতে হচ্ছে বলে বিএলও-দের অভিযোগ। ইস্তফা দিতে চেয়ে ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। এসআইআর-র শেষ পর্যায়ে এসে বিএলও-দের ইস্তফা দেওয়ার হিড়িক কেন বাড়ছে, সেই প্রশ্ন উঠছে।
রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলও-দের মধ্যে অসন্তোষ বাড়ছে। শনিবারই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে প্রায় ২০০ জন বিএলও পেন ডাউন করেছেন। অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিলেন। তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশনের একের পর এক নির্দেশিকার জেরে তাঁদের হয়রানি ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে। বিএলও-রা বিডিও দফতরের সামনে গেট আটকে বিক্ষোভও দেখান। বিএলও-দের দাবি, নতুন নতুন নির্দেশিকায় দিশেহারা তাঁরা। কাজ করতে সমস্যা হচ্ছে। এর আগে গতকাল উত্তর ২৪ পরগনারই স্বরূপনগরে ৫৩ জন বিএলও গণইস্তফা দেন। জেলায় জেলায় বিএলও-দের অসন্তোষ বাড়ছে। মৌখিক নির্দেশে কাজ করতে গিয়ে হেনস্থা হতে হচ্ছে বলে বিএলও-দের অভিযোগ। ইস্তফা দিতে চেয়ে ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। এসআইআর-র শেষ পর্যায়ে এসে বিএলও-দের ইস্তফা দেওয়ার হিড়িক কেন বাড়ছে, সেই প্রশ্ন উঠছে।

